অধ্যায় ১
২১. কোন বিষয়কে ‘Education for Citizenship’ বলে আখ্যায়িত করা যায়?
ক. সমাজবিজ্ঞান
খ. পৌরনীতি
গ. রাষ্ট্রবিজ্ঞান
ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২২. সুনাগরিককে শিক্ষাদান করে জ্ঞানের কোন শাখা?
ক. অর্থনীতি খ.নীতিশাস্ত্র
গ. পৌরনীতি ঘ. সমাজবিজ্ঞান
২৩. নিচের কোনটি পৌরনীতি ও সুশাসনের পরিধির অন্তর্ভুক্ত?
ক. প্রেষণা
খ. বিশ্ব নাগরিকতার ধারণা
গ. সামাজিক পরিবর্তন
ঘ. রাষ্ট্রীয় বাজেট
২৪. পৌরনীতি পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয়?
ক. দেশপ্রেমে খ. আত্মস্বার্থে
গ. সাহিত্যচর্চায় ঘ. রাজনীতিতে
২৫. অর্থমন্ত্রী যে জাতীয় সংসদে বাজেট পেশ করেন, সেটি নিয়ে আলোচনা করে কোনটি?
ক. অর্থনীতি খ. পৌরনীতি ও সুশাসন
গ. ইতিহাস ঘ. নীতিশাস্ত্র
২৬. ‘সুশাসন’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Good Government
খ. Good Governor
গ. Good Governmental
ঘ. Good Governance
২৭. ‘সুশাসন’ ধারণাটি কোন সংস্থার উদ্ভাবিত?
ক. এডিবি খ. আইএমএফ
গ. বিশ্বব্যাংক ঘ. জাতিসংঘ
২৮. কোন প্রতিষ্ঠান প্রথম সুশাসনের ধারণা দেয়?
ক. জাতিসংঘ খ. ইউরোপীয় ইউনিয়ন
গ. বিশ্বব্যাংক ঘ. এডিবি
২৯. সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয় কী?
ক. ক্ষমতা নেতা ও দলের মধ্যে কেন্দ্রীভূত করা
খ. সাম্যে বিশ্বাস না করা
গ. ব্যক্তিস্বাধীনতাকে গুরুত্ব না দেওয়া
ঘ. আইনের শাসন প্রতিষ্ঠা করা
৩০. ‘সুশীল সমাজ’ কাদের বলা হয়?
ক. বিত্তবান শ্রেণিদের
খ. ব্যবসায়ী সম্প্রদায়কে
গ. রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণিদের
ঘ. শিক্ষিত শ্রেণিদের
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.খ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ঘ ২৭.গ ২৮.গ ২৯.ঘ ৩০.গ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা