অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

২১. পৃথিবীর জীবজগৎকে ওজোন স্তর কীভাবে রক্ষা করে?

ক. সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে

খ. সূর্যের অতিবেগুনি রশ্মি ছড়িয়ে দিয়ে

গ. সূর্যের থেকে আলো নিয়ে

ঘ. সূর্যকে আলো দিয়ে সহযোগিতা করে

২২. ওজোন স্তর ক্ষতির কারণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে?

ক. দুই ভাগ খ. তিন ভাগ

গ. চার ভাগ ঘ. পাঁচ ভাগ

২৩. বিশ্বের উন্নত দেশগুলো পরিবেশ নষ্ট করছে—

i. অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে

ii. পারমাণবিক চুল্লি ব্যবহার করে

iii. শিল্পকারখানার বর্জ্য ও কালো ধোঁয়া নির্গত করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i, ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. কোনটিকে পৃথিবীর মানবদেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়?

ক. পাহাড়কে খ. বনকে

গ. প্রণালিকে ঘ. মহাসমুদ্রকে

২৫. বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

ক. ওজোন স্তর খ. নদী

গ. গাছপালা ঘ. মহাসমুদ্র

আরও পড়ুন

২৬. পরিবেশদূষণের পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কোনটি?

ক. বন উজাড়করণ

খ. নদী ভরাট হওয়া

গ. লোকসংখ্যা বেড়ে যাওয়া

ঘ. রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহার

২৭. সবুজ উদ্ভিদ বাতাস থেকে কী গ্রহণ করে?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাই-অক্সাইড

ঘ. অক্সিজেন ও নাইট্রোজেন

২৮. সবুজ উদ্ভিদ কী ত্যাগ করে?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাই-অক্সাইড

ঘ. নাইট্রাস অক্সাইড

২৯. বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিকারী সিএফসি গ্যাস অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রধান কারণ কী?

ক. মানুষ বেড়ে যাওয়া

খ. বন উজারকণের ফলে

গ. অপরিকল্পিত আবাসন

ঘ. বননীতি না থাকায়

৩০. বর্তমান বিশ্বে ব্যাপকভাবে কী গড়ে উঠছে?

ক. বনায়ন

খ. নগর

গ. পরিবেশ সচেতনতা

ঘ. বনায়ন ও নগরায়ণ

সঠিক উত্তর

অধ্যায় ৮: ২১.ক ২২.ঘ ২৩.ঘ ২৪.ঘ ২৫.ঘ ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.খ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

আরও পড়ুন