অধ্যায় ৪
২১. সাধারণত কোনো ডকুমেন্টের নাম কীভাবে হওয়া উচিত?
ক. কাজের ধরন অনুযায়ী
খ. কাজের গুরুত্ব অনুযায়ী
গ. কাজের মান অনুযায়ী
ঘ. কাজের নির্দেশনা অনুযায়ী
২২. অভ্র সফটওয়্যার প্রবর্তিত হয় কত সালে?
ক. ২০০০ খ. ২০০৪
গ. ২০০৬ ঘ. ২০০৭
২৩. ডকুমেন্টের ভুলভ্রান্তিগুলো ঠিক করার কাজটিকে কী বলে?
ক. সম্পাদনা খ. রাইটিং
গ. স্পেলিং ঘ. মার্কিং
২৪. ডকুমেন্টের কোনো অংশ এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে কোন কমান্ডটি অবশ্যই দিতে হবে?
ক. কাট খ. কপি
গ. পেস্ট ঘ. ডিলিট
২৫. কপি করার পরের কমান্ড কোনটি?
ক. কাট খ. পেস্ট
গ. প্রিন্ট ঘ. সেভ
২৬. জাস্টিফাইড কমান্ড দিলে অ্যালাইনমেন্ট কোন দিকে হবে?
ক. বাঁ দিকে খ. ডান দিকে
গ. মাঝ বরাবর ঘ. সব দিক সমানভাবে
২৭. সাধারণত কোনো ফোল্ডার তৈরি করলে সেটির নাম স্বয়ংস্ক্রিয়ভাবে কী লেখা থাকে?
ক. অটো ফোল্ডার খ. নিউ ফোল্ডার
গ. মেনু ফোল্ডার ঘ. মিউ ফোল্ডার
২৮. শিহাব নিজের তৈরি করা ডকুমেন্টের একটি বাক্য সিলেক্ট করল। এখন সেটিকে মুছে ফেলতে চাপতে পারে—
i. ডিলিট–কি
ii. ব্যাকস্পেস–কি
iii. এন্টার–কি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. কম্পিউটারে লেখালেখির সফটওয়্যার কোনটি?
ক. গ্রাফিকস সফটওয়্যার
খ. সিস্টেম সফটওয়্যার
গ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
ঘ. স্প্রেডশিট
৩০. উচ্চারণভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা কোনটি?
ক. বিজ্ঞান খ. প্রথমা
গ. লেখনী ঘ. অভ্র
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.ক ২৯.গ ৩০.ঘ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)