বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

ষষ্ঠ অধ্যায়

সংক্ষেপে উত্তর দাও

প্রশ্ন: কবির কোথায় যেতে ইচ্ছা করে?

উত্তর: নদীটির ওই পারে।

প্রশ্ন: নদীর পারে কী বাঁধা আছে?

উত্তর: ডিঙিনৌকা।

প্রশ্ন: কে গরু–মহিষ সাঁতরে নিয়ে যায়?

উত্তর: রাখালের ছেলে।

প্রশ্ন: কবি কী হতে চান?

উত্তর: খেয়াঘাটের মাঝি হতে চান।

প্রশ্ন: ঝাউডাঙার ভেতরে যে জলাভূমি আছে, সেখানে কোন পাখি আছে?

উত্তর: চখাচখী।

প্রশ্ন: শরবনে কোন পাখির বাসা রয়েছে?

উত্তর: মানিকজোড় পাখির।

প্রশ্ন: কাদায় কোন পাখির পায়ের চিহ্ন লেপ্টে আছে?

উত্তর: কাদাখোঁচা পাখির।

প্রশ্ন: কারা নৌকা পারাপারের দৃশ্য দেখে অবাক হবে?

উত্তর: পাড়ার ছেলেমেয়েরা।

প্রশ্ন: সন্ধ্যাবেলায় নদীর ওপারের কাশের বনে কী ছড়িয়ে পড়ে?

উত্তর: জোসনা ছড়িয়ে পড়ে।

প্রশ্ন: কবি মাকে ছেড়ে কোথায় যেতে চায় না?

উত্তর: বিদেশে যেতে চায় না।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা