বাংলা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

চতুর্থ অধ্যায়

চারপাশের লেখার সঙ্গে পরিচিত হই

প্রশ্ন: ছবিতে দুটি খুটিতে স্থাপন করা এটি কী নামে পরিচিত?

নমুনা উত্তর: এটি বিলবোর্ড নামে পরিচিত।

সাধারণত বড় ধাতব পাত দিয়ে বিলবোর্ড তৈরি করা হয়। প্রচারণা ও বিজ্ঞাপনের কাজে এর ব্যবহার হয়।

প্রশ্ন: এর ব্যবহার কী?

নমুনা উত্তর: এখানে শিশুদের টিকা দিতে উৎসাহ প্রদানের জন্য প্রচারণার কাজে বিলবোর্ডের ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?

নমুনা উত্তর: হ্যাঁ, দেখেছি। রাস্তার পাশে, চৌরাস্তার মোড়ে ও বিভিন্ন ভবনের ছাদে অনেক বিলবোর্ড দেখেছি।

প্রশ্ন: এটি কী নামে পরিচিত?

নমুনা উত্তর: এটি নোটিশ নামে পরিচিত। নোটিশের আরেক নাম বিজ্ঞপ্তি।

নোটিশের মধ্যে কোনো কিছু মান্য করা বা পালন করার নির্দেশ থাকে। সাধারণত এটি হাতে লেখা বা মুদ্রিত হয়।

প্রশ্ন: এর ব্যবহার কী?

নমুনা উত্তর: কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরি কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে ও অংশগ্রহণে উৎসাহিত করতে নোটিশটি প্রদান করা হয়েছে।

প্রশ্ন: এ রকম নমুনা তুমি কি কোথাও দেখেছ? কোথায় দেখেছ?

নমুনা উত্তর: হ্যাঁ, দেখেছি। বিদ্যালয়ে, অফিস–আদালতের সামনে, অনলাইনে এটি দেখতে পাওয়া যায়। আজকাল ই–মেইলে ও অন্যান্য ডিজিটাল–মাধ্যমেও আমরা বিভিন্ন নোটিশ পেয়ে থাকি।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন