সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
১. নবান্ন উৎসব হয় কোন ঋতুতে?
ক. বর্ষা খ. শরৎ
গ. হেমন্ত ঘ. শীত
২. কোন দেশের অধিকাংশ মানুষ বাঙালি?
ক. নেপাল খ. ভারত
গ. ভুটান ঘ. বাংলাদেশ
৩. বৌদ্ধধর্মের লোকেরা কার অনুসারী?
ক. যিশুখ্রিষ্টের খ. শ্রীকৃষ্ণের
গ. গৌতমবুদ্ধের ঘ. নানকের
৪. গায়েহলুদ অনুষ্ঠানটি আমাদের কোন সংস্কৃতির অন্তর্গত?
ক. শহুরে সংস্কৃতির
খ. গ্রামীণ সংস্কৃতির
গ. লোকসংস্কৃতির
ঘ. ধর্মীয় সংস্কৃতির
৫. বাংলার ও আরবের মুসলমানদের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে?
ক. ভাষাগত খ. নীতিগত
গ. প্রকৃতিগত ঘ. পরিবেশগত
৬. মানুষের ব্যক্তি ও সমাজজীবনে কোনটি বড় ভূমিকা পালন করে?
ক. প্রকৃতি খ. পরিবেশ
গ. ধর্ম ঘ. ধর্মীয় যাজক
৭. বৈশাখী পূর্ণিমা কাদের ধর্মীয় অনুষ্ঠান?
ক. খ্রিষ্টানদের খ. মুসলমানদের
গ. হিন্দুদের ঘ. বৌদ্ধদের
৮. কারা বাংলা ভাষায় কথা বলে?
ক. বাঙালিরা খ. আরবীয়রা
গ. চীনারা ঘ. ইরানিরা
৯. কোন ধর্মের মানুষ বিভিন্ন পূজা উৎসব পালন করে?
ক. মুসলিম খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান
১০. বাংলাদেশে মুসলমানদের পর কোন ধর্মের মানুষের সংখ্যা বেশি?
ক. হিন্দু খ. বৌদ্ধ
গ. খ্রিষ্টান ঘ. শিখ
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.গ ২.ঘ ৩.গ ৪.গ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.ক
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা