অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৭১. ডেটাবেইসে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে?

ক. মডেম খ. কম্পিউটার

গ. ইন্টারনেট ঘ. হাব

৭২. ডেটাবেইস ব্যবহারে কী করা হয়?

ক. তথ্য বিনিময় খ. তথ্য উপস্থাপন

গ. তথ্য বিকাশ ঘ. তথ্য সংরক্ষণ

৭৩. বর্তমানে তথ্য কোথায় সংরক্ষণ করা হয়?

ক. ডেটাবেইসে খ. নেটওয়ার্কে

গ. হাবে ঘ. মডেমে

৭৪. তথ্যকে আবদ্ধ রাখা যায়—এ ধারণা পাল্টে গেছে কিসের প্রভাবে?

ক. সমাজের প্রভাবে

খ. নেটওয়ার্কের প্রভাবে

গ. কম্পিউটারের প্রভাবে

ঘ. ইন্টারনেটের প্রভাবে

৭৫. ডেটাবেইস থেকে সকল তথ্য উদ্ধার করা হয়—

i. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করার জন্য

ii. তথ্যভান্ডার থেকে তথ্য নেওয়ার জন্য

iii. তথ্যকে উপস্থাপন করার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৬. কম্পিউটার নেটওয়ার্কে যে প্রোগ্রাম সমষ্টি ব্যবহার করা হয়, তাকে কী বলে?

ক. সফটওয়্যার খ. হার্ডওয়্যার

গ. প্রোগ্রাম কোড ঘ. ডিবাগিং

৭৭. Drop box কী?

ক. একটি সেবা, যা তথ্য সংরক্ষণ করে

খ. একটি মুঠোফোনের নাম

গ. একটি হার্ডওয়্যার

ঘ. একটি ওয়েব ব্রাউজার

৭৮. পৃথিবীর যেকোনো জায়গা থেকে ব্যক্তিগত তথ্য নিজের কম্পিউটারে রাখার সেবার নাম কী?

ক. Drop box খ. Google

গ. Mozilla ঘ. Firefox

৭৯. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?

ক. পিপীলিকা খ. গুগল

গ. ইয়াহু ঘ. মজিলা

৮০. সামাজিক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে—

i. একে অন্যের সঙ্গে ছবি ও ভিডিও বিনিময় করা যায়

ii. একে অন্যের সঙ্গে তথ্য বিনিময় করা যায়

iii. মেসেজ দেওয়া–নেওয়া করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৭১.খ ৭২.ঘ ৭৩.ক ৭৪.খ ৭৫.ঘ ৭৬.ক ৭৭.ক ৭৮.ক ৭৯.ক ৮০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা