দরকারি নির্দেশাবলি -এইচএসসি পরীক্ষা ২০২২

খন্দকার আতিক

পরীক্ষার সময় বিভাজন

পরীক্ষার সময় ২ ঘণ্টা। বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে সময় ২০ মিনিট। সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।বহুনির্বাচনি এবং সৃজনশীল উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

সকালের পরীক্ষা

বেলা ১১টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে–

সকাল ১০টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।বেলা ১১টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ। বেলা ১১টা ২০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।


বিকেলের পরীক্ষা

বেলা ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে–

বেলা ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ। বেলা ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ। বেলা ২টা ২০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

মো. সুজাউদ দৌলা

আলাদাভাবে পাস করতে হবে

পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতার (নোটবুক) নম্বরের অংশে আলাদাভাবে পাস করতে হবে।


নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা

প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।


উপস্থিতিপত্রে স্বাক্ষর

সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে।

পরীক্ষার সময়সূচি 

পরীক্ষার সময়সূচি হাতের কাছে রাখো। যখন প্রয়োজন হবে তখনই তুমি তা দেখে নিতে পারো।


রিভিশন দাও

পরীক্ষায় নির্ধারিত বিষয়ের নির্ধারিত অধ্যায়গুলো খুব ভালো করে রিভিশন দাও। প্রয়োজনে লিখে তারপর মিলিয়ে না–ও কেমন হলো।


প্রতিদিনের পড়া

রাত বেশি জাগবে না এখন। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করো। মুঠোফোন–ফেসবুক থেকে দূরে থাকো এ সময়। লাভটা তোমারই হবে।


স্বাস্থ্যবিধি মেনে চলো

পুষ্টিকর খাবার খাও। স্বাস্থ্যবিধি মেনে চলো। নিজের শরীরের যত্ন নাও। এখন একটু ঠান্ডা পড়ছে। সাবধান ঠান্ডা লাগাবে না।


দরকারি জিনিসপত্র

পরীক্ষার দরকারি জিনিসপত্র যেমন কলম, পেনসিল, পরীক্ষার প্রবেশপত্র, জ্যামিতি বক্স, স্কেলসহ যা লাগে তা আগেই গুছিয়ে রাখবে।


টেনশন করবে না

পরীক্ষা নিয়ে অযথা কোনো টেনশন করবে না। সিলেবাস সংক্ষিপ্ত হওয়ার কারণে তোমার প্রস্তুতি ভালোই হয়েছে, পরীক্ষাও ভালো হবে।


চারটি ধাপ

প্রতিটি বিষয়ের সৃজনশীল ও বহুনির্বাচনি অংশ খুব ভালো করে রিভিশন দেবে। সৃজনশীল অংশের চারটি ধাপ ঠিকমতো মেনে প্রশ্নের উত্তর লিখবে।

জেনে রাখো

  • পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি রয়েছে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

  • OMR ফরমে সঠিকভাবে বৃত্ত ভরাট করবে।

  • পরীক্ষার কেন্দ্রে তুমি মুঠোফোন নিতে পারবে না।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

মো. সুজাউদ দৌলা,সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা