সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (১৩) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হবে, তা দেখে নাও।

বিজ্ঞান

প্রশ্ন: সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রমাণিত হওয়া জ্ঞানকে কী বলে?

উত্তর: বিজ্ঞান।

প্রশ্ন: বিজ্ঞানী মাদাম কুরি কয়বার নোবেল পুরস্কার পান?

উত্তর: দুবার।

প্রশ্ন: প্রিজমের ওপর সাদা আলো পড়লে অপর পাশে কী দেখা যাবে?

উত্তর: প্রিজমের ওপর সাদা আলো পড়লে অপর পাশে সাতটি ভিন্ন রঙের আলো দেখা যাবে।

প্রশ্ন: হরি ধানের উদ্ভাবকের নাম কী?

উত্তর: হরিপদ কাপালী।

প্রশ্ন: প্রযুক্তি কী?

উত্তর: প্রযুক্তি হলো একধরনের উপায়, যার সাহায্যে বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহারিক উদ্দেশ্যে প্রয়োগ করা হয়।

প্রশ্ন: স্থলপথের তিনটি প্রযুক্তির নাম বলো।

উত্তর: মোটরগাড়ি, রেলগাড়ি, বাস।

প্রশ্ন: আকাশপথের দুটি প্রযুক্তির নাম বলো।

উত্তর: উড়োজাহাজ ও হেলিকপ্টার।

প্রশ্ন: এক্স-রে ও ইসিজি কোন ধরনের প্রযুক্তি?

উত্তর: চিকিত্সাপ্রযুক্তি।

প্রশ্ন: কোন প্রযুক্তির কারণে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যেতে পারে?

উত্তর: স্মার্টফোনের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যেতে পারে।

প্রশ্ন: বৈজ্ঞানিক অনুসন্ধান কী?

উত্তর: কোনো বিষয় বা তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করে যুক্তি প্রয়োগের মাধ্যমে কোনো প্রশ্নের ব্যাখ্যা ও ফলাফল বিশ্লেষণের পদ্ধতিই হলো বৈজ্ঞানিক অনুসন্ধান।

প্রশ্ন: বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ কয়টি?

উত্তর: ছয়টি।

প্রশ্ন: বৈজ্ঞানিক অনুসন্ধানের সর্বশেষ ধাপ কোনটি?

উত্তর: ধারণা বা সিদ্ধান্তটি সবাইকে জানিয়ে দেওয়া।

প্রশ্ন: একই উচ্চতা থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত সব বস্তু একই সঙ্গে ভূমিতে এসে পৌঁছাবে—এ বিষয়টি কে আবিষ্কার করেন?

উত্তর: গ্যালিলিও।

প্রশ্ন: রাশি কী?

উত্তর: ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, তা–ই রাশি।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক

ফেনী সরকারি কলেজ, ফেনী