জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায়–২

১০৮. ঘাসফড়িংয়ের পায়ের গঠনের সঠিক ক্রম কোনটি?

ক. কক্সা → ট্রোক্যান্টার → ফিমার → টিবিয়া → টার্সাস

খ. ট্রোক্যান্টার → ফিমার → টিবিয়া → কক্সা → টার্সাস

গ. কক্সা → ফিমার → ট্রোক্যান্টার → টিবিয়া → টার্সাস

ঘ. ট্রোক্যান্টার → কক্সা → টিবিয়া → ফিমার → টার্সাস

১০৯. রুই মাছের শ্রোণি পাখনায় রক্ত নিয়ে যায় কোন ধমনি?

ক. সিলিয়াকো–মেসেন্টারিক

খ. ইলিয়াক

গ. প্যারাইটাল

ঘ. কডাল

১১০. পুঞ্জাক্ষির কোন অংশটি আলোক গ্রহণ করে?

ক. কর্নিয়া খ. কর্নিয়াজেন কোষ

গ. ক্রিস্টালাইন কোণ ঘ. র৵াবডোম

১১১. ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ কোনটি?

ক. নেফ্রিডিয়া

খ. শিখাকোষ

গ. মালপিজিয়ান নালিকা

ঘ. মালপিজিয়ান বডি

১১২. কোনটি ঘাসফড়িংয়ের দেহে দেখা যায়?

ক. মেসোগ্লিয়া খ. হিমোসিল

গ. সিলেন্টেরন ঘ. সমখণ্ডকায়ন

১১৩. ঘাসফড়িংয়ে পরিস্ফুটনের সঠিক ধাপ কোনটি

ক. ডিম → লার্ভা → পিউপা → ইমাগো

খ. ডিম → নিম্ফ → পিউপা → ইমাগো

গ. ডিম → নিম্ফ → ইমাগো

ঘ. ডিম → লার্ভা → ইমাগো

১১৪. রুই মাছের আঁইশ কী ধরনের?

ক. সার্কুলার খ. ভেন্ট্রিকুলার

গ. কণ্টকযুক্ত ঘ. সার্কুলার ও কণ্টকযুক্ত

সঠিক উত্তর

অধ্যায় ২: ১০৮.ক ১০৯.খ ১১০.ঘ ১১১.গ ১১২.খ ১১৩.গ ১১৪.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা