চিঠি বিলি
ক. ছাতা মাথায় ব্যাঙ কোথায় চলেছে?
উত্তর: চিঠি বিলি করতে।
খ. খেয়ানৌকার মাঝি কে?
উত্তর: চিংড়ি মাছের বাচ্চা।
গ. কোন সময়ের রোদে খলসে মাছের চোখ ঝলসে গেছে?
উত্তর: সাঁঝের বেলার রোদে।
ঘ. কে দেশের বাইরে গেছে?
উত্তর: ভেটকি মাছের নাতনি।
ঙ. বিলের কাতলা চিঠিতে কি লিখেছে?
উত্তর: সারা দেশে এবার প্রচুর বৃষ্টি হবে।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা