দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৮১. শিক্ষক তাঁর শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়?

ক. স্কাইপিতে

খ. ই-বুক প্রক্রিয়ায়

গ. ই-লার্নিং প্রক্রিয়ায়

ঘ. প্রচলিত পাঠদান পদ্ধতিতে

৮২. ই-লার্নিংয়ের জন্য প্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি?

ক. শিক্ষক

খ. ইন্টারনেট

গ. তথ্য

ঘ. ই-লার্নিং সম্পর্কে জ্ঞান

৮৩. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদেরা বাংলায় কোর্স দেওয়ার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন?

ক. ইন্টারনেট

খ. জিপিএস

গ. মাল্টিমিডিয়া

ঘ. ওয়েবসাইট পোর্টাল

৮৪. শিক্ষকেরা পাঠদান ভিডিও করে সেটি সবার মধ্যে বিতরণ করতে পারেন কোন প্রক্রিয়ায়?

ক. ই-কমার্স

খ. ই-পুর্জি

গ. ই-পর্চা

ঘ. ই-লার্নিং

৮৫. সুশাসনের জন্য কী দরকার?

ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা

খ. অস্বচ্ছতা

গ. অব্যবস্থা

ঘ. আধুনিক ব্যবস্থা

৮৬. কোন ব্যবস্থা গ্রহণের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব?

ক. ডিজিটাল ব্যবস্থা

খ. ই-লার্নিং

গ. আইন প্রণয়ন

ঘ. ই-ভোটিং

৮৭. মুঠোফোন দিয়ে করা যায়—

i. ট্রেনের টিকিট কাটা

ii. বেড়াতে যাওয়া

iii. নানান সরকারি সেবা গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৮ ও ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সুমন সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে, ফোনে সে ঢাকায় এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের চিকিৎসক ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।

৮৮. স্থানীয় চিকিৎসক যে পদ্ধতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারেন—

i. টেলিমেডিসিন সেবা

ii. ই-স্বাস্থ্যসেবা

iii. ই-কমার্স সেবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৯. সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রধান?

ক. আইসিটি খ. টেলিভিশন

গ. রোবট ঘ. কম্পিউটার

৯০. ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয়—

i. কর্মসংস্থান হ্রাস

ii. দক্ষ জনশক্তি তৈরি

iii. জনসাধারণের অংশগ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮১.ঘ ৮২.খ ৮৩.ঘ ৮৪.ঘ ৮৫.ক ৮৬.ক ৮৭.খ ৮৮.ক ৮৯.ক ৯০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)