নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৩৯)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ৫

৩১. বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক. ৭টি খ. ৬টি

গ. ৫টি ঘ. ৪টি

৩২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি?

ক. ৩২টি খ. ১০টি

গ. ৮টি ঘ. ১১টি

৩৩. সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি?

ক. জ্ঞ = ঞ্​+জ খ. জ্ঞ = জ্​+ঞ

গ. জ্ঞ = ঙ্​+গ ঘ. জ্ঞ = ঞ্​+চ

৩৪. শীতের সঞ্চয় চাই। ‘সঞ্চয়’ শব্দের যুক্তবর্ণ কোনটি?

ক. চ্​ + ঞ খ. ঞ্​ + জ

গ. ঞ্​ + চ ঘ. ঞ্​ + ছ

৩৫. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক?

ক. ঙ+গ = ঙ্ঘ খ. হ্​+ণ = হ্ন

গ. জ+ঙ = ঞ্জ ঘ. ক্​+ষ =ক্ষ

৩৬. বাংলা বর্ণমালায় ফলা কয়টি?

ক. ৬টি খ. ৮টি

গ. ১০টি ঘ. ১১টি

৩৭. কোন শব্দে তিনটি ব্যঞ্জনবর্ণের যুক্ত রূপ আছে?

ক. স্পর্শ খ. পত্তন

গ. রাষ্ট্র ঘ. ইত্যাদি

৩৮. কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই?

ক. আ খ. অ

গ. ই ঘ. অ্যা

৩৯. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?

ক. বর্ণ খ. বর্ণমালা

গ. ব্যঞ্জনবর্ণ ঘ. স্বরবর্ণ

সঠিক উত্তর

পরিচ্ছেদ ৫: ৩১.খ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.গ ৩৮.ঘ ৩৯.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা