মাসে প্রায় ৭ লাখ টাকা বেতনের ৫০টির বেশি ফেলোশিপের সুযোগ স্ট্যানফোর্ডে

স্ট্যানফোর্ড ক্যাম্পাসছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের ওপর ৫০টির বেশি পোস্টডক ফেলোশিপে আবেদনের সুযোগ রয়েছে।

এই ফেলোশিপ প্রোগ্রামের অধীনে ফেলোদের বার্ষিক বেতন দেওয়া হয় সাধারণত ৭১ হাজার থেকে ৭৫ হাজার মার্কিন ডলার বা ৮৩ লাখ থেকে ৮৭ লাখ টাকা। মাসে যা সর্বনিম্ন প্রায় ৭ লাখ টাকা।

ফেলোশিপের ডিপার্টমেন্ট ও সেন্টারগুলো

  • কম্পিউটার সায়েন্স

  • বায়োইঞ্জিনিয়ারিং

  • প্রত্নতত্ত্ব

  • সংক্রামক রোগ

  • জেনারেল সার্জারি

  • অ্যানেস্থেস, পিরিওপ এবং পেইন মেড

  • বায়োমেডিকেল ডেটা সায়েন্স

  • কার্ডিওথোরাসিক সার্জারি

  • কার্ডিওভাসকুলার ইনস্টিটিউট

  • কেমিক্যাল অ্যান্ড সিস্টেম বায়োলজি

  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

  • কম্পারেটিভ মেডিসিন

  • ইমার্জেন্সি মেডিসিন

  • বিহেভিওরাল মেডিসিন

  • গ্যাস্ট্রোএন্টারোলজি

  • ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন

  • ইমিউনল এবং রিউমাটোলজি

  • জিওফিজিকস

আরও বেশ কটি ডিপার্টমেন্ট ও সেন্টার রয়েছে। সম্পূর্ণ তালিকা দেখতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ

প্রতিটি ফেলোশিপের আবেদনের শেষ তারিখ ভিন্ন ভিন্ন। কিছু ফেলোশিপে আবেদন জুলাই মাসের ১ তারিখে শেষ হবে, আবার কিছু আগস্ট কিংবা তারও পর। বেশ কিছু ফেলোশিপ আছে, যেগুলোতে কোনো শেষ তারিখ নেই, বরং যোগ্য প্রার্থী পেয়ে গেলেই আবেদন করার সুযোগ শেষ হয়ে যাবে।

জেনে রাখুন

কীভাবে ফেলোশিপের জন্য সঠিক বিষয় খুঁজে পাওয়া যাবে, কীভাবে ফ্যাকাল্টি মেন্টর খুঁজে পাওয়া যাবে, কোথায় আবেদন করতে হবে, সেখানে বসবাস এবং জীবনযাপনের খরচ, ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের যেকোনো লিংকে ভিজিট করে একটু ধৈর্য ধরে খোঁজাখুঁজি করলেই জানা যাবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: postdocs.stanford.edu/prospective/opportunities
আবেদন করতে ভিজিট করুন: postdocs.stanford.edu/prospective-postdocs/applying-postdoctoral-training-stanford