খেলাধুলায় ভালো, স্বপ্ন বড় খেলোয়াড় হওয়ার? বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ

বিকেএসপিতে চলছে ক্রিকেট প্রশিক্ষণপ্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২০২৪ সালে ২১টি ক্রীড়া বিভাগে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম প্রক্রিয়া শুরু করেছে।

এই ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য হলো সম্ভাবনাময় শিশু, কিশোর কিংবা যুবকদের ভবিষ্যৎ ক্রীড়া তারকা হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অন্যান্য সহায়তা প্রদান করা। এবং একই সঙ্গে কিশোর ও যুব সমাজ যেন নানা রকম আসক্তি ও অপরাধ সংশ্লিষ্ট কাজে সময় না দিয়ে খেলাধুলা ও ব্যায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সাবলীল ও কর্মঠ হয়ে ওঠে। প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন বিকেএসপির একজন কর্মকর্তা।

অনলাইনে ৫০ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে হবে। প্রথম ধাপে সারা দেশ থেকে ১০০০ খেলোয়াড়কে বাছাই করা হবে, যাদেরকে ১ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। সেখান থেকে ৪০০ খেলোয়াড়কে বাছাই করে আরো ২ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া সব খেলোয়াড়ের থাকা-খাওয়া, যাতায়াত ভাড়া, ক্রীড়া সরঞ্জাম বিকেএসপি থেকে দেওয়া হবে।

অনলাইনে আবেদন করা যাবে ১৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত। প্রশিক্ষণ শিবির আগামী ১৭ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ৫ মে ২০২৪। প্রতিটি জেলার বাছাইয়ের তারিখ নিচের ছবিতে দেওয়া আছে। যেকোনো জেলার প্রার্থী যেকোনো বাছাই কেন্দ্রে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারবে। একজন আবেদনকারী একাধিক খেলার বাছাইয়ে অংশ নিতে পারবে।

জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কর্মসূচি

জোন–১ (রাজশাহী ও রংপুর বিভাগ), জোন–২ (খুলনা  ও বরিশাল বিভাগ), জোন–৩ (ঢাকা ও  ময়মনসিংহ বিভাগ), জোন–৪ (চট্টগ্রাম ও সিলেট বিভাগ)।

২১টি ক্রীড়া বিভাগ

আর্চারি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, কারাতে, শুটিং, তায়কোয়ানডো, টেবিল টেনিস, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন খেলায় ১০-১৩ বৎসর এবং বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার ও টেনিস খেলায় অনূর্ধ্ব ৮-১২ বছর বয়সী খেলোয়াড় নির্বাচন করা হবে। আর্চারি, অ্যাথলেটিকস, ক্রিকেট, ফুটবল, হকি, জুডো, শুটিং, টেবিল টেনিস, জিমন্যাস্টিকস, সাঁতার ও টেনিসে ছেলে ও মেয়ে উভয়ই এবং বাস্কেটবল, বক্সিং, কারাতে, তায়কোয়ানডো, ভলিবল, উশু, স্কোয়াশ, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন ক্রীড়া বিভাগে শুধু ছেলেদের বাছাই ও প্রশিক্ষণ প্রদান করা হবে। 

খেলোয়াড় নির্বাচন এবং প্রশিক্ষণ পদ্ধতি

  • দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নির্ধারিত ছক অনুযায়ী খেলোয়াড়দের বয়স যাচাই, শারীরিক যোগ্যতা ও সংশ্লিষ্ট খেলার পারদর্শিতা যাচাই পরীক্ষা সম্পন্ন করবেন।

  • প্রাথমিক বাছাই পরীক্ষায় নির্বাচিত এক হাজার খেলোয়াড়কে বিকেএসপি ঢাকা এবং বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্ৰগুলোয় এক মাস মেয়াদের প্রশিক্ষণ প্রদান করা হবে। 

  • প্রথম পর্যায়ের প্রশিক্ষণ গ্রহণকারী ১ হাজার খেলোয়াড়ের মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করে পুনরায় দ্বিতীয় পর্যায়ে বিকেএসপিতে (ঢাকা) এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় নিরবচ্ছিন্নভাবে দুই মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

  • বাছাই পরীক্ষার সময় অনলাইন নিবন্ধনকৃত প্রিন্ট কপি এবং অনলাইন জন্ম নিবন্ধন সঙ্গে আনতে হবে।

প্রয়োজনে যোগাযোগ

মুঠোফোন: ০১৭১৩২৪৬০৪০, ০১৬০৭৫০৬২৬৬, ০১৭১৬৬৬২৩৩৮, ০১৬৭২০৯৩৩৪৬

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: bksp.gov.bd