শূন্যস্থান পূরণ : অধ্যায় ৪ | প্রাথমিক বিজ্ঞান - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. প্রশ্ন: বায়ুপ্রবাহের সাহায্যে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে ____ উৎপাদন করা হয়।

উত্তর: বিদ্যুৎ

২. প্রশ্ন: ইউরিয়া সার তৈরিতে বায়ুর ____ ব্যবহার করা হয়।

উত্তর: নাইট্রোজেন

৩. প্রশ্ন: প্যাকেট বা টিনের কৌটায় মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে ____ ব্যবহার করা হয়।

উত্তর: নাইট্রোজেন

৪. প্রশ্ন: কোমল পানীয়র ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য ____ ব্যবহার করা হয়।

উত্তর: কার্বন ডাই-অক্সাইড

৫. প্রশ্ন: আগুন নেভানোর জন্য ____ যন্ত্রে কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়।

উত্তর: অগ্নিনির্বাপক

৬. প্রশ্ন: জীবাশ্ম জ্বালানি ____ ফলে বাতাসে ক্ষতিকর গ্যাস ছড়ায়।

উত্তর: পোড়ানোর

৭. প্রশ্ন: শক্তি কোনো কিছুর রূপ বা অবস্থানের ____ করতে পারে।

উত্তর: পরিবর্তন

আরও পড়ুন

৮. প্রশ্ন: খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে ____ শক্তি সঞ্চিত থাকে।

উত্তর: রাসায়নিক

৯. প্রশ্ন: শক্তি এক রূপ থেকে অন্য রূপে ____ হতে পারে।

উত্তর: রূপান্তরিত

১০. প্রশ্ন: যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি ____ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে।

উত্তর: রাসায়নিক

১১. প্রশ্ন: সৌর প্যানেল সৌরশক্তিকে ____ শক্তিতে রূপান্তরিত করে।

উত্তর: বিদ্যুৎ

১২. প্রশ্ন: শক্তি বিভিন্ন উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে ____ হয়।

উত্তর: সঞ্চালিত

১৩. প্রশ্ন: উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহ হলো ____ ।

উত্তর: সঞ্চালন

১৪. প্রশ্ন: তাপ পরিবহন, পরিচলন এবং বিকিরণ এই ____ উপায়ে সঞ্চালিত হয়।

উত্তর: তিন

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

আরও পড়ুন