পঞ্চম শ্রেণি - গণিত | অধ্যায় ১৪ - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১৪

১। প্রশ্ন: ক্যালকুলেটর বলতে কী বোঝায়?

উত্তর: ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র, যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে।

২। প্রশ্ন: দৈনন্দিন জীবনে ক্যালকুলেটরের কী ভূমিকা রয়েছে?

উত্তর: দৈনন্দিন জীবনে হিসাব-নিকাশের সময় কমাতে ক্যালকুলেটর উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

৩। প্রশ্ন: সাধারণ ক্যালকুলেটর কী কাজে ব্যবহার করা হয়?

উত্তর: সাধারণ ক্যালকুলেটর দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে ও ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয়।

৪। প্রশ্ন: বৈজ্ঞানিক ক্যালকুলেটর কোথায় ব্যবহার করা হয়?

উত্তর: বৈজ্ঞানিক ক্যালকুলেটর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাগারে ব্যবহার করা হয়।

৫। প্রশ্ন: একটি কাগজ ০.১ মিলিমিটার পুরু। যদি কাগজটিকে ১০ ভাঁজ করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে?

উত্তর: ১ মিলিমিটার।

৬। প্রশ্ন: কম্পিউটার বলতে কী বোঝায়?

উত্তর: কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে।

৭। প্রশ্ন: বর্তমান যুগকে প্রায়ই কী বলা হয়?

উত্তর: কম্পিউটারের যুগ বলা হয়?

৮। প্রশ্ন: প্রত্যেককে কোন সময় থেকে কম্পিউটারের জ্ঞান রপ্ত করা উচিত?

উত্তর: তরুণ বয়স থেকেই।

৯। প্রশ্ন: তরুণ বয়স থেকে কেন কম্পিউটারের জ্ঞান রপ্ত করা উচিত?

উত্তর: ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার জন্য।

১০। প্রশ্ন: কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব বেশি?

উত্তর: ঢাকা বিভাগ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

◀ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (১১-২০)