সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

৩১. ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মৃত জনসংখ্যার শতকরা কত ভাগ শিশু ছিল?

ক. ৪৮ খ. ৪৯

গ. ৫০ ঘ. ৫১

৩২. বাংলাদেশে মাতৃমৃত্যুর কারণ হলো—

i. চিকিৎসার অভাব

ii. নারীশিক্ষার অভাব

iii. একলাম্পশিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. একটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির মূল উৎস কী?

ক. জনসম্পদ খ. সুশাসন

গ. প্রাকৃতিক সম্পদ ঘ. গণতন্ত্র

৩৪. কী কারণে কর্ষণযোগ্য ভূমি ঘরবাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে?

ক. অধিক জনসংখ্যা খ. শিল্পকারখানা স্থাপন

গ. শহরায়ন ঘ. নগরায়ন

৩৫. ইউরিয়া সার উৎপাদনে শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়?

ক. প্রায় ৬০ ভাগ খ. প্রায় ৬০ ভাগ

গ. প্রায় ৭০ ভাগ ঘ. প্রায় ৭০ ভাগ

৩৬. বাংলাদেশে কলকারখানার বর্জ্য পদার্থ কোন সম্পদকে দূষিত করছে?

ক. কয়লা খ. পানি

গ. প্রাকৃতিক গ্যাস ঘ. কৃষিজমি

৩৭. কোন দেশের প্রাকৃতিক সম্পদ জনসংখ্যার চাহিদার তুলনায় অনেক বেশি?

ক. বাংলাদেশ খ. সৌদি আরব

গ. ভুটান ঘ. পাকিস্তান

৩৮. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে কোনটি বৃদ্ধি পাচ্ছে?

ক. পুরুষের সংখ্যা

খ. নারীর সংখ্যা

গ. নির্ভরশীল জনসংখ্যা

ঘ. কর্মক্ষম জনসংখ্যা

৩৯. রেহানাদের গ্রামে অধিকাংশ মানুষ দরিদ্র। তাদের গ্রামে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কী?

ক. নারীশিক্ষা

খ. বাল্যবিবাহ

গ. ছেলেসন্তানের প্রত্যাশা

ঘ. বহুবিবাহ

৪০. বাংলাদেশে প্রতিবছর কত লাখ শিশু জন্মগ্রহণ করে?

ক. ২৫ লাখ খ. ২৬ লাখ

গ. ২৮ লাখ ঘ. ৩৫ লাখ

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৩১.গ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ক ৩৫.খ ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.গ ৪০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)