সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | সবার আমি ছাত্র : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

সবার আমি ছাত্র

২১. আত্মত্যাগের বড় উদাহরণ কোনটি?

ক. সাগর খ. সূর্য

গ. পাহাড় ঘ. মাটি

২২. পাহাড়ের উচ্চতা আমাদের কী শেখাতে উৎসাহ জোগায়?

ক. সাহসিকতা খ. মহানুভবতা

গ. উদারতা ঘ. বিশালতা

২৩. সূর্য তার নিজের আলো দিয়ে সবাইকে কী করে?

ক. উজ্জ্বল খ. আলোকিত

গ. উৎসাহী ঘ. উপকার

২৪. কেমন বন আমাদের মন কে সজীব রাখে?

ক. চিরহরিৎ বন খ. পাহাড়ি বন

গ. ঘন বন ঘ. সবুজ বন

২৫. সাগর তার বুকে কী ধারণ করে?

ক. প্রাকৃতিক সম্পদ

খ. বিশাল রত্নভান্ডার

গ. অগণিত মাছ ঘ. ঊর্মিমালা

২৬. নদীর কাছ থেকে আমরা কী শিক্ষা পাই?

ক. সহিষ্ণুতা খ. উদারতা

গ. চঞ্চলতা ঘ. গতিশীলতা

২৭. মনকে ভেতর থেকে কে চলমান রাখতে সাহায্য করে?

ক. পাহাড় খ. ঝরনা

গ. সাগর ঘ. নদী

২৮. নিচের কোনটি গতিময়?

ক. ঝরনা খ. বায়ু

গ. সাগর ঘ. সূর্য

২৯. কে সুনির্মল বসুকে আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়?

ক. দেশলাই খ. চাঁদ

গ. সূর্য ঘ. আগুন

৩০. কবি সুনির্মল বসুকে সূর্য কিসের মন্ত্রণা দেয়?

ক. আপন বেগে চলতে

খ. বড় হতে

গ. আপন তেজে জ্বলতে

ঘ. কঠোর হতে

সঠিক উত্তর

সবার আমি ছাত্র: ২১.ঘ ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.খ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.গ

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)