নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছেদ ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ৫

১১. ভাষার ক্ষুদ্রতম একককে কী বলা হয়?

ক. ধ্বনি খ. শব্দ

গ. রূপ ঘ. বাক্য

১২. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?

ক. ৩০টি খ. ৩৭টি

গ. ৩৯টি ঘ. ৫০টি

১৩. বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?

ক. ৩৭টি খ. ৩৯টি

গ. ৩০টি ঘ. ৫০টি

১৪. ‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?

ক. ত্​+ন্​ খ. ত্​+ণ

গ. ত্​+ম ঘ. ত্​+ত

১৫. ‘বিজ্ঞান’ শব্দে ‘জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে?

ক. জ্​+ঞ খ. ঞ+জ

গ. ষ+ণ ঘ. ক+ষ

১৬. অনুবর্ণ কত প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

১৭. অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষা শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?

ক. ন্​+জ খ. ণ্​+জ

গ. ঞ্​+জ ঘ. ঙ্​+জ

১৮. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

ক. ষ্​+ণ খ. ষ্​+ন

গ. ষ্​+ঙ ঘ. ষ্​+ঞ

১৯. ‘হ্ম’–এ যুক্তবর্ণের সঠিক বিশ্লেষণ কোনটি?

ক. ম্​+ম খ. ম্​+ম্ম

গ. হ্​+ম ব্র ঘ. ম্+হ

২০. ‘জ্ঞ’–যুক্তবর্ণটির সঠিক বিশ্লেষণ কোনটি?

ক. জ্​ + গ খ. জ্​ + ঞ

গ. জ্​ + ণ ঘ. জ্​ + জ

সঠিক উত্তর

পরিচ্ছেদ ৫: ১১.ক ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা