রাত পোহালেই এইচএসসি পরীক্ষা শুরু

আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২২। বরাবরের মতোই সারা দেশের ৯টি শিক্ষা বোর্ডে একযোগে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা। একনজরে দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

বাবা-মায়েদের জানা জরুরি

১. আপনার সন্তানকে পরীক্ষার দিন সকালে কোনো ধরনের ফাস্ট ফুড কিংবা অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বিরত রাখুন। একই সঙ্গে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে দিন, যাতে ‘ডিহাইড্রেশন’ না হয়। পিপাসা কিংবা ক্ষুধার কারণে রাস্তার পাশের অস্বাস্থ্যকর খাবার কিংবা খোলা পানি পান করতে দেবেন না।

২. খাওয়াদাওয়া, ঘুম, পড়াশোনা কিংবা রিভিশন দেওয়া—কোনো কিছু নিয়ে জোরাজুরি না করাই ভালো। এ সময় অতিরিক্ত প্রেশার দেওয়ার ফলে অনেকের ‘প্যানিক অ্যাট্যাক’ হয়। আপনার সন্তানকে স্বাভাবিক খাবার এবং সকাল সকাল ঘুমিয়ে পড়তে দিন।

৩. অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের এক সেট ফটোকপি করে আলাদা একটি ফাইলে আপনার কাছে রাখবেন। অসাবধানতাবশত মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে কিংবা বাসায় ফেলে এলে এটি কাজে লাগতে পারে।

৪. আপনার সন্তান প্রয়োজনীয় সবকিছু সঙ্গে নিয়েছে কি না, সেটা খেয়াল রাখুন। যেমন: রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, কলম, পেনসিল ইত্যাদি।

৫. কোন কক্ষে সিট পড়েছে, তা খুঁজে পেতে সময় লাগে, আবার অনেক সময় দেখা যায় ৯-১০ তলা ভবনের ওপরের দিকের তলায় সিট পড়ে। অনেকে ওপরে উঠতে ক্লান্ত হয়ে যায়, ফলে পরীক্ষায় সমস্যা হয়। তাই প্রথম দিন পরীক্ষার কেন্দ্রে কমপক্ষে এক ঘণ্টা আগে পৌঁছানো ভালো। রাস্তাঘাটে ভিড়-যানজট থাকতে পারে, তাই পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হতে হবে।

৬. পরীক্ষার রুটিনটি ভালোভাবে দেখে রাখবেন। পরবর্তী পরীক্ষা কবে এবং কখন সেটা যেনো ভুলে না যান সেটিকে খেয়াল রাখবেন।

আরও পড়ুন

শিক্ষার্থীদের জানা জরুরি

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রথমে বহুনির্বাচনি (MCQ) পরীক্ষা (সময় ২০ মিনিট) ও পরে সৃজনশীল/রচনামূলক (CQ) পরীক্ষা (সময় ১ ঘণ্টা ৪০ মিনিট) অনুষ্ঠিত হবে। মাঝখানে কোনো বিরতি থাকবে না।

৩.     (ক) সকাল ১১টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:

          সকাল ১০.৩০:     অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ

          সকাল ১১.০০:      বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ

          সকাল ১১.২০:      বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

          (খ) বেলা ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:

          বেলা ১.৩০:         অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ

          বেলা ২.০০:         বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ

          বেলা ২.২০:          বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।

৪. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি OMR ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৫. পরীক্ষার্থীকে MCQ, CQ এবং প্র্যাকটিক্যাল (প্রযোজ্য ক্ষেত্রে) আলাদাভাবে পাস করতে হবে।

৬. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না।

৭. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (Non–programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।

৮. পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মুঠোফোন ব্যবহার করতে পারবে না। কোনো পরীক্ষার্থী মুঠোফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

আরও পড়ুন
আরও পড়ুন