পঞ্চম শ্রেণি - বাংলা | সুন্দরবনের প্রাণী - খালি জায়গায় পূরণ

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রশ্নোত্তর

৭. প্রশ্ন: গ্যালাক্সি কী?

উত্তর: অসংখ্য নক্ষত্রের সমষ্টি।

৮. প্রশ্ন: দৃশ্যমান মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি রয়েছে?

উত্তর: প্রায় এক ট্রিলিয়ন (লাখ কোটি)।

৯. প্রশ্ন: একটি গ্যালাক্সিতে কতগুলো নক্ষত্র থাকে?

উত্তর: প্রায় এক বিলিয়ন (এক শ কোটি)।

আরও পড়ুন

১০. প্রশ্ন: আমাদের গ্যালাক্সির নাম কী?

উত্তর: ছায়াপথ বা মিল্কিওয়ে।

১১. প্রশ্ন: বেশির ভাগ গ্যালাক্সির আকার কেমন?

উত্তর: চ্যাপটা থালার মতো।

১২. প্রশ্ন: আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কী?

উত্তর: অ্যান্ড্রোমিডা।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন