পঞ্চম শ্রেণি - বাংলা | সুন্দরবনের প্রাণী : শূন্যস্থান পূরন কর

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সুন্দরবনের প্রাণী

শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করোঃ

অপার, সম্ভার, রয়েল, ভয়ংকর, অমূল্য, বিলুপ্ত

ক. বাংলাদেশ—-----সৌন্দর্যে ভরপুর।

খ. প্রকৃতির অপার—-----সমুদ্রের নিচে রয়েছে।

গ. বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে—-----বেঙ্গল টাইগার।

ঘ. বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার—-----।

ঙ. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের—-----সম্পদ।

চ. শকুন বাংলাদেশে এখন—-----প্রায় পাখি।

উত্তরঃ

ক. বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর।

খ. প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে।

গ. বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার।

ঘ. বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর

ঙ. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ।

চ. শকুন বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায় পাখি।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা