পঞ্চম শ্রেণি - গণিত | অধ্যায় ৪ : প্রশ্নোত্তর (১-১০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?

উত্তর: একটি বাক্যকে যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, তাকে খোলা বাক্য বলে।

২. প্রশ্ন: গাণিতিক বাক্য কাকে বলে?

উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে।

৩. প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।

উত্তর: ( ), { }, [ ]

৪. প্রশ্ন: একটি ত্রিভুজের ক সংখ্যা বাহু আছে, ক-এর মান কত?

উত্তর: তিন।

৫. প্রশ্ন: একটি বর্গের খ সংখ্যক কোণ আছে, খ-এর মান কত?

উত্তর: চার।

৬. প্রশ্ন: <, =, (), +, — এগুলো কী ধরনের প্রতীক?

উত্তর: গাণিতিক প্রতীক।

৭. প্রশ্ন: +, -, × এবং এগুলো কী ধরনের প্রতীক?

উত্তর: প্রক্রিয়া প্রতীক

৮. প্রশ্ন: ‘সমান’কে প্রতীকের সাহায্যে লেখো।

উত্তর: =

৯. প্রশ্ন: ‘ক একটি জোড় সংখ্যা’—এটি কী ধরনের বাক্য?

উত্তর: এটি একটি খোলাবাক্য।

১০.প্রশ্ন: ‘খ একটি জোড় সংখ্যা’—এটি কীভাবে খোলা বাক্য হলো?

উত্তর: খ-এর মানের ওপর নির্ভর করে বাক্যটি সত্য অথবা মিথ্যা হতে পারে, তাই এটি একটি খোলা বাক্য।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা