সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | তৃতীয় অধ্যায় : প্রশ্নগুলোর উত্তর দাও

সপ্তম শ্রেণির পড়াশোনা

তৃতীয় অধ্যায়

প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমরা নিচের তিনটি বাক্য লক্ষ করো।

১. চেষ্টা করলে সফল হবে।

২. যদি চেষ্টা করো, তবে সফল হবে।

৩. চেষ্টা করো, সফল হবে।

এখন ওপরের বাক্য তিনটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো।

১. প্রশ্ন: ওপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কি না?

উত্তর: হ্যাঁ।

২. প্রশ্ন: বাক্য তিনটির গঠন এক রকমের কি না?

উত্তর: না।

৩. প্রশ্ন: কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া আছে?

উত্তর: চেষ্টা করলে সফল হবে।

৪. প্রশ্ন: কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না?

উত্তর: যদি চেষ্টা করো, তবে সফল হবে।

৫. প্রশ্ন: কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে?

উত্তর: যদি চেষ্টা করো, তবে সফল হবে।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা