বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

মাটির নিচে যে শহর

প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

ঐতিহাসিক-উপত্যকা-অভিভূত-নিদর্শন-প্রাচীনতম

ক. পাহাড়পুর আমাদের দেশে ____ একটি বিহার।

খ. ক্রমে ক্রমে অনেক আশ্চর্য ____ পাওয়া যাচ্ছে উয়ারী-বটেশ্বরে।

গ. উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ____ নিদর্শন।

ঘ. পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে ____ ।

ঙ. আমি জাদুঘর দেখে ____ হয়ে গেলাম।

উত্তর:

ক. পাহাড়পুর আমাদের দেশে প্রাচীনতম একটি বিহার।

খ. ক্রমে ক্রমে অনেক আশ্চর্য নিদর্শন পাওয়া যাচ্ছে উয়ারী-বটেশ্বরে।

গ. উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন।

ঘ. পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে উপত্যকা।

ঙ. আমি জাদুঘর দেখে অভিভূত হয়ে গেলাম।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা