সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)
সপ্তম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৩
৩১. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণে প্রভাব বিস্তার করে কোনটি?
ক. মা–বাবার পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক
খ. মা–বাবার বৈরী সম্পর্ক
গ. ভাইবোনের সঙ্গে ভালো সম্পর্ক
ঘ. আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক
৩২. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য কোনটি প্রয়োজন?
ক. নান্দনিক গৃহপরিবেশ
খ. বিশৃঙ্খল পরিবেশ
গ. সুন্দর পারিবারিক পরিবেশ
ঘ. বিলাসবহুল জীবনযাপন
৩৩. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য কোনটি প্রয়োজন?
ক. সুন্দর সামাজিক পরিবেশ
খ. সুন্দর পারিবারিক পরিবেশ
গ. সুন্দর ধর্মীয় পরিবেশ
ঘ. সুন্দর রাজনৈতিক পরিবেশ
৩৪. কে শিশুর প্রথম খাদ্যাভ্যাস গঠন করেন?
ক. মা খ. নানি
গ. দাদি ঘ. আত্মীয়স্বজন
৩৫. কাদের মাধ্যমে শিশু শিক্ষাজীবনে প্রবেশ করে?
ক. মা–বাবার মাধ্যমে
খ. ভাইবোনের মাধ্যমে
গ. শিক্ষকদের মাধ্যমে
ঘ. ধর্মীয় গুরুর মাধ্যমে
৩৬. কোনটি শিশুর গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান?
ক. স্কুল খ. মসজিদ
গ. ক্লাব ঘ. পরিবার
৩৭. যৌথ পরিবার শিশুদের মধ্যে—
i. অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায়
ii. বিলাসী জীবনযাপনের মনোভাব তৈরি করে
iii. অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. সামাজিকীকরণ বলতে কোনটিকে বোঝায়?
ক. সামাজিক মানুষ হিসেবে গড়ে ওঠা
খ. সামাজিক পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো
গ. সামাজিক কার্যকারণে ভূমিকা রাখা
ঘ. সমাজের নিয়মনীতি অমান্য করা
৩৯. শিশুরা সাধারণত কার আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাসী হয়?
ক. শিক্ষক খ. মা-বাবা
গ. প্রতিবেশী ঘ. সঙ্গী
৪০. পরিবর্তনশীল পরিবার বলতে কোনটিকে বোঝায়?
ক. গ্রামীণ যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি
খ. গ্রামীণ পরিবারের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন
গ. পারিবারিক মূল্যবোধের পরিবর্তন
ঘ. ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয়
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.ক ৩২.গ ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.ক ৩৯.খ ৪০.ক
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা