প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - প্রাথমিক বিজ্ঞান (১০)

প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ১৫ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এবং দুটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ৫ করে ১০ প্রাথমিক বিজ্ঞানে মোট ২৫ নম্বর

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও

১. সৌরশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত করে কোনটি?

ক. সৌর প্যানেল খ. সৌরতরঙ্গ

গ. সূর্য ঘ. সূর্যের আলো

২. প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু হয় কোথায় থেকে?

ক. আলো থেকে

খ. সবুজ উদ্ভিদ থেকে

গ. সালোকসংশ্লেষণ থেকে

ঘ. মাটি থেকে

৩. একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে কি তৈরি করে?

ক. খাদ্য জাল খ. খাদ্যবলয়

গ. জৈব সার ঘ. খাদ্য পিরামিড

৪. পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় কোনটি?

ক. জরিমানা করা

খ. শাস্তি দেওয়া

গ. নিয়ম করা

ঘ. জনসচেতনতা বৃদ্ধি করা

৫. বৈদ্যুতিক বাতি থেকে কোন প্রক্রিয়ায় তাপ পাওয়া যায়?

ক. বিকিরণ খ. পরিচলন

গ. যোগাযোগ ঘ. জারণ

৬. দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে কী গঠন হয়?

ক. অণু খ. কণা

গ. প্রোটন ঘ. ফোটন

৭. বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের মধ্যে কী ধরনের পরিবর্তন আসে?

ক. শারীরিক

খ. মানসিক

গ. ব্যবহারিক

ঘ. শারীরিক, মানসিক ও আচরণিক

৮. পৃথিবী নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরে আসতে কত সময় লাগে?

ক. ১২ ঘণ্টা খ. ১৮ ঘণ্টা

গ. ২৪ ঘণ্টা ঘ. ৩৬ ঘণ্টা

৯. যেকোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নিদিষ্ট ধারাকে কী বলে?

ক. বায়ুপ্রবাহ খ. তাপমাত্রা

গ. জলবায়ু ঘ. সময় প্রবাহ

১০. একটি এলাকার প্রতি একক জায়গায় বসবাসরত মোট সংখ্যাকে কী বলে?

ক. জনসংখ্যার ঘনত্ব

খ. ঘনত্ব

গ. জনসংখ্যার পরিসংখ্যান

ঘ. জনসংখ্যার বসবাস

১১. বৈশ্বিক উষ্ণায়ন কী?

ক. পৃথিবীর গড় তাপমাত্রা কমে যাওয়া

খ. পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়া

গ. পৃথিবীর গড় তাপমাত্রা সমান থাকা

ঘ. পৃথিবীর গড় বায়ুপ্রবাহ বেড়ে যাওয়া

সঠিক উত্তর

১.ক ২.খ ৩.ক ৪.ঘ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.গ ৯.গ ১০.ক ১১.খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা