দরজায় কড়া নাড়ছে গণিত অলিম্পিয়াড ২০২৪-গণিত উৎসবের প্রস্তুতি (পর্ব-২)

গণিত প্রেমি বন্ধুরা আশা করি ভালো আছো। চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে হতে পারে ২০২৪ সালের গণিত উৎসব। আজকে আমরা গণিত উৎসবের প্রস্তুতির ২য় পর্ব নিয়ে হাজির হয়েছি। গত পর্বে তোমাদের কিছু সমস্যা আর সমাধান কৌশল দেখিয়েছিলাম, আজকে আরো কয়েকটি সমস্যা ও সমাধান কৌশল নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক।

সমস্যা-১: x কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হয় y এবং অবশিষ্ট থাকে 3। যদি x ও y উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে  x কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে ?

সমাধান: এখানে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখবো বিষয়টা খুবই সহজ। 5 হচ্ছে 10 এর একটি উৎপাদক। এখন আমরা যদি 10 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে এমন কয়টা সংখ্যার তালিকা করি তাহলে পাবো— 13, 23, 33, 43, 53, . . . . . .। আমরা প্যাটার্নটা কিন্তু বুঝতে পারছি। তো এগুলোকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলেও নিশ্চয় 3 ই ভাগশেষ থাকবে। অর্থাৎ আমাদের উত্তর 3।

এটা একটু বাচ্চাদের জন্যে অর্থাৎ যারা প্রাইমারি লেভেলে আছ তাদের বুঝতে সুবিধা হয় সেজন্য এইভাবে করা। চলো দ্বিতীয় আর একটি পদ্ধতি দেখি।

যেহেতু x কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল হয় y এবং ভাগশেষ থাকে 3 তাই আমরা লিখতে পারি— x = 10y + 3।

এখন y এর যেকোনো মানের জন্যে 10y, 5 দ্বারা বিভাজ্য। এখানে যেহেতু 3 অতিরিক্ত যোগ থাকছে তাই সবসময়ই 3 অবশিষ্ট থেকে যাবে। সুতরাং, 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকবে।

আরও পড়ুন

সমস্যা-২: স্বাধীন একটি বৃত্ত একে 12টি ভাগে ভাগ করল। কেন্দ্রে কোণগুলো এমনভাবে তৈরি হলো যেন সবগুলো কোণ পূর্ণসংখ্যা আর সমান্তর ধারার অন্তর্ভুক্ত হয়। সবচেয়ে ছোট কোণটির মান কত ?

সমাধান: এখানে একটি বিষয় বুঝতে হবে যে এটি সমান্তর ধারা মেনে চলে। যারা এখনো সমান্তর ধারা চেনো না তারা একটু লক্ষ করো।

1, 3, 5, 7, 9, . . . . .

8, 14, 20, 26, . . . . .

ধারা দুটি দেখো। ১ম ধারাতে 2 করে বৃদ্ধি পেয়েছে, ২য় ধারাতে 6 করে। অর্থাৎ কোনো ধারার যেকোনো পদ ও পূর্বের পদের বিয়োগফল সর্বদা সমান হয়, তাহলে সেটিকে সমান্তর ধারা বলে।

এখন, ধরি সমান্তর ধারাটি: 2x + 3x + 4x + 5x + 6x + 7x + 8x + 9x + 10x + 11x + 12x + 13x  

আমরা কেন x থেকে না ধরে 2x থেকে ধরেছি জানো? কারণ প্রশ্নে বলা আছে বৃত্তকে 12টি ভাগে ভাগ করা হয়েছে এবং বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ 360°। তাই এমন একটি ধারা নিতে হবে যেটির যোগফল দ্বারা 360° বিভাজ্য হয়।

∴ 90x = 360°

বা, x = 4°

সুতরাং, সব থেকে ছোট কোণটির মান = 2x = 2 × 4° = 8°।

সমস্যা-৩: 3a = 4, 4b = 5, 5c = 6, 6d = 7, 7e = 8, 8f = 9 হলে, a × b × c × d × e × f এর মান কত ?

সমাধান: এটা আমরা শেষের দিক থেকে শুরু করতে পারি অর্থাৎ

8f = 9

বা, (7e)f = 9

বা, (6d)ef = 9

বা, (5c)def = 9

বা, (4b)cdef = 9

বা, (3a)bcdef = 9

বা, 3abcef = 9

বা, 3abcdef = 32

∴ a × b × c × d × e × f = 2

সমস্যা-৪: 324 সংখ্যাটির কয়টি উৎপাদক আছে ?

সমাধান:  শুরতে চলো 324 কে আমরা মৌলিক উৎপাদকের গুণফল আকারে সাজাই।

324 = 2 × 2 × 3 × 3 × 3 × 3 = 22 × 34

এখানে আমরা 324 এর উৎপাদক গুলোকে মৌলিক সংখ্যার সাহায্যে পেয়েছি। এখানে ঘাত বা পাওয়ার 2 ও 4। সুতরাং 324 এর মোট উৎপাদক হবে (2 + 1) × (3 + 1) = 15 টি। এটাই আমাদের উত্তর। বিষয়টি আরও ভালোমত বুঝতে পূর্বে প্রকাশিত “সবার জন্যে বিন্যাস সমাবেশ” পর্ব-৫ দেখতে পারো।

আজ এই পর্যন্ত রইল। দেখা হবে পরবর্তী পর্বে নতুন মজার মজার সমস্যা নিয়ে।