বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ২ | ইসলাম ও নৈতিক শিক্ষা - নবম শ্রেণি
নবম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
১১. কোন যুদ্ধকে কেন্দ্র করে হজরত আবু বকর (রা.) প্রথম আল–কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন?
ক. ইয়ামামা খ. তাবুক
গ. বদর ঘ. খন্দক
১২. খুলাফায়ে রাশেদিনের কয়জন খলিফা ওহি লেখক ছিলেন?
ক. ১ জন খ. ২ জন
গ. ৩ জন ঘ. ৪ জন
১৩. আল–কোরআনের প্রতিটি খণ্ডকে কী বলা হয়?
ক. আয়াত খ. রুকু
গ. সুরা ঘ. পারা
১৪. মক্কি সুরার সংখ্যা কয়টি?
ক. ৮৩টি খ. ৮৬টি
গ. ৮৭টি ঘ. ৮৮টি
১৫. মক্কি সুরার বৈশিষ্ট্য কোনটি?
ক. শরিয়তের সাধারণ নিয়মকানুনের বর্ণনা
খ. পারস্পরিক লেনদেনের নীতির উল্লেখ
গ. ইবাদতের রীতিপদ্ধতির আলোচনা
ঘ. পূর্ববর্তী কিতাবসমূহের বিকৃতির বর্ণনা
১৬. মাদানি সুরার সংখ্যা কয়টি?
ক. ২৫টি খ. ২৬টি
গ. ২৭টি ঘ. ২৮টি
১৭. মাদানি সুরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত কী হয়েছে?
ক. তাওহিদ ও রিসালাত
খ. আখিরাত ও কিয়ামত
গ. শিরক ও কুফর
ঘ. হালাল ও হারাম
১৮. তাজবিদসহ আল–কোরআন তিলাওয়াতের নির্দেশ রয়েছে কোন সুরায়?
ক. সুরা মায়িদাহ খ. সুরা মুয্্যাম্মিল
গ. সুরা বাকারাহ ঘ. সুরা আরাফ
১৯. কোন সুরায় আল্লাহ এতিমের প্রতি খারাপ ব্যবহার তথা কঠোর হতে নিষেধ করেছেন?
ক. আদ-দুহা খ. আল-ইনশিরাহ
গ. আত-ত্বিন ঘ. আশ-শামস
২০. আল্লাহ তায়ালা কোন সুরায় মহানবি (সা.)–কে সান্ত্বনা প্রদান করেন?
ক. সুরা আশ-শামস
খ. সুরা আদ-দুহা
গ. সুরা আল-ইনশিরাহ
ঘ. সুরা আত-ত্বিন
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ক ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.গ
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা