সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | আমার বাড়ি : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

আমার বাড়ি

১. ‘আমার বাড়ি’ কবিতায় কবি বন্ধুকে কোন ধরনের চিড়া খেতে দেবেন?

ক. বিন্নি খ. বোরো

গ. আমন ঘ. শালি

২. ‘থামিও তব রথ’ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. রথ চালনা খ. গন্তব্যে পৌঁছানো

গ. রথ দেখা ঘ. যাত্রাবিরতি

৩. কবি জসীমউদ্​দীন কাকে নিজের বাড়ি যেতে নিমন্ত্রণ করেছেন?

ক. মৌমাছি খ. ভোমর

গ. কোকিল ঘ. পায়রা

৪. কবি ‘আমার বাড়ি’ কবিতায় ভোমরকে কিসে বসতে দেওয়ার কথা বলেছেন?

ক. পাটি খ. মোড়া

গ. পিড়ে ঘ. চেয়ার

৫. কবি জসীমউদ্​দীন ভোমরকে কী ধানের খই খেতে দেবেন?

ক. বোরো ধান খ. ইরি ধান

গ. শালি ধান ঘ. বিন্নি ধান

৬. কবি জসীমউদ্​দীন ভোমরকে নিচের কোনটি খেতে দেবেন?

ক. আনাস কলা খ. সাগর কলা

গ. শবরী কলা ঘ. কবরী কলা

৭. কবি ‘আমার বাড়ি’ কবিতায় কোন ফলের কথা উল্লেখ করেছেন?

ক. আনারস-বেদানা

খ. কমলা-পেয়ারা

গ. আম-কাঁঠাল

ঘ. জাম-লিচু

৮. কবি জসীমউদ্​দীন ভোমরকে কিসের মালা গেঁথে দেবেন?

ক. গোলাপ ফুলের মালা

খ. বকুল ফুলের মালা

গ. বেলি ফুলের মালা

ঘ. তারা ফুলের মালা

৯. কবি জসীমউদ্​দীন ভোমরকে কখন জাগতে বলেছেন?

ক. সকালবেলা খ. দুপুরবেলা

গ. বিকেলবেলা ঘ. রাত্রিবেলা

১০. কবি কোন মুখে চাঁদের চুমো দিতে চেয়েছেন?

ক. মলিন মুখ খ. রঙিন মুখ

গ. উজ্জ্বল মুখ ঘ. চাঁদমুখ

সঠিক উত্তর

আমার বাড়ি: ১.ঘ ২.ঘ ৩.খ ৪.গ ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা