জাপান সরকারের দুটি শিক্ষাবৃত্তি

১. টিচার্স ট্রেনিং কোর্স

  • প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য Teachers Training Course অধ্যয়ন করতে জাপান সরকার MEXT Scholarship 2023-এর আওতায় বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে।

  • প্রার্থীদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির ওপর প্রাধান্য দেওয়া হবে।

  • আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

  • আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের নিচের লিঙ্কে আবেদন করতে হবে।

  • অনলাইন লিঙ্ক: http://202.72.235.210/scholarship/mext/

  • আবেদনের শেষ তারিখ: ০৯–০১–২০২৩ রাত  ১২টা পর্যন্ত। এ সময় পর্যন্ত অনলাইন লিঙ্কটি খোলা থাকবে।

২. জাপানিজ স্টাডিজ কোর্স

  • জাপানিজ স্টাডিজ কোর্সে পড়ার জন্য জাপান সরকার MEXT Scholarship 2023–এর আওতায় বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দেবে।

  • আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

  • প্রার্থীদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির ওপর প্রাধান্য দেওয়া হবে।

  • আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ের নিচের লিঙ্কে আবেদন করতে হবে।

  • অনলাইন লিঙ্ক: http://202.72.235.210/scholarship/mext/

  • আবেদনের শেষ তারিখ: ০৯–১–২০২৩ রাত ১২টা পর্যন্ত। এ সময় পর্যন্ত অনলাইন লিঙ্কটি খোলা থাকবে।

  • অনলাইন ফরম পূরণ–সম্পর্কিত কোনো সমস্যার জন্য [email protected] তে ই–মেইল করা যাবে। 

কয়েকটি নির্দেশনা

  • অনলাইন ফরম পূরণ–সম্পর্কিত কোনো সমস্যার জন্য [email protected] তে ই–মেইল করা যাবে। 

  • ই–মেইল সঙ্গে সঙ্গে না পাওয়া গেলে স্প্যাম বা জাঙ্ক মেইল চেক করতে হবে।

  • প্রার্থীকে তার প্রাপ্ত নম্বর সঠিকভাবে লিখতে হবে। এ ক্ষেত্রে অনলাইন আবেদনের নিচে দেওয়া লাল কালিতে উদাহরণ অনুসরণ করতে পারেন।

  • জাপান সরকারের দুটি বৃত্তির বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.shed.gov.bd