পরীক্ষার যে কটি দিন বাকি আছে, নষ্ট না করে কাজে লাগাও

এইচএসসি পরীক্ষা ২০২৩ : বিশেষ পরামর্শ

হিসাববিজ্ঞান ২য় পত্র

মো. আসাদুজ্জামান

প্রিয় এইচএসসি ২০২৩ পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা প্রায় দোরগোড়ায়। এমন সময়ে যে কটি দিন হাতে আছে, সেগুলো নষ্ট না করে কাজে লাগাতে হবে। আজকে আমি তোমাদের হিসাববিজ্ঞান ২য় পত্র বিষয়ে কীভাবে ভালো নম্বর তোলা যায়, তার কিছু টিপস দেওয়া দেব।

জেনে নাও নম্বর বিভাজন

পরীক্ষায় বহুিনর্বাচনি অংশে ৩০টি প্রশ্ন থাকবে, সব কটির উত্তর দিতে হবে। সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ১১টি। ১১টি প্রশ্ন থেকে যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। 

সময় বিভাজন

সৃজনশীল প্রশ্ন থেকে এমন অঙ্ক বাছাই করবে, যাতে প্রতিটি প্রশ্নের (ক+খ+গ) উত্তর দিতে পারো। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বহুিনর্বাচনি প্রশ্ন পড়ে সাথে সাথে সঠিক উত্তর দিতে চেষ্টা করবে। প্রশ্নপত্র পড়ে সৃজনশীল অংশে কোন কোন প্রশ্নের উত্তর দেবে, তা ঠিকভাবে নির্বাচন করবে, যাতে প্রতিটি প্রশ্ন ২০–২১ মিনিটের মধে৵ লেখা শেষ করা যায়। 

আরও পড়ুন

কাজে লাগাও সময়কে

পরীক্ষায় ভালো নম্বর তুলতে হলে নির্ধারিত অধ্যায়ের সবগুলোতে সমান নজর দেবে। দিনে যতটুকু সময় হিসাববিজ্ঞান বিষয়ের জন্য দেবে, ততটুকু সময় মনোযোগ দিয়ে অঙ্কগুলো অনুশীলন করবে। পরীক্ষার যে কটি দিন বাকি আছে, তা নষ্ট না করে সময়কে কাজে লাগাও।

ছকে সমাধানের অভ্যাস ও গণনাকাজ দেখানো

সর্বোপরি হিসাববিজ্ঞানের ক্ষেত্রে ছকে অঙ্ক সমাধানের একটা ব্যাপার থাকে। প্রতিটি অঙ্ক বুদ্ধি করে যথোপযুক্ত ছকে উপস্থাপন করতে হবে। 

এ ক্ষেত্রে যেকোনো মান প্রশ্নপত্রে দেওয়া না থাকলে তা ছকের বাইরে গণনাকাজ কীভাবে নির্ণয় করলে তা দেখাবে। তাই বাড়িতে ঘড়ি ধরে ছক এঁকে গণনাকাজসহ সুন্দর করে অঙ্ক অনুশীলন করবে। এটা তোমাদের পরীক্ষায় বেশি নম্বর তুলতে এবং সময়ের মধ্যে প্রশ্নের উত্তর শেষ করতে সাহায্য করবে।

আরও পড়ুন