সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড পিএইচডি বৃত্তি, কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব সেইন্ট গ্যলেন, অস্ট্রিয়ার ডর্নবার্নেও যাঁদের রয়েছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টিতে এমবেডেড সেন্সিং সিস্টেমসে রিসার্চ অ্যাসোসিয়েট অথবা পিএইচডি প্রার্থীর জন্য ফুল ফান্ডেড বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে

সুবিধা

  • অস্ট্রিয়ার ডর্নবার্ন ক্যাম্পাসে (ICV-HSG Campus) সম্পূর্ণ পিএইচডির সময়জুড়ে ফুল ফান্ডেড পজিশন

  • অস্ট্রিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর মান অনুসারে মানসম্পন্ন বেতন

  • সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন ক্যাম্পাস ও অস্ট্রিয়ার ডর্নবার্ন ক্যাম্পাসের মধ্যে যাতায়াতের সুবিধা

  • পিএইচডির জন্য অন্যান্য সহযোগিতা

নির্বাচিত প্রার্থীর কাজের দায়িত্ব

  • এমবেডেড সেন্সর ও কন্সট্রেইনড সেন্সর নিয়ে ডিজাইন ও গবেষণা করতে হবে

  • প্রাপ্ত বৈজ্ঞানিক ফলাফলকে ইন্ডাস্ট্রির সুনির্দিষ্ট ব্যবহারে কাজ করতে হবে

  • ইউনিভার্সিটি অব সেইন্ট গ্যলেনের শিক্ষাদানে নিজেকে যুক্ত করতে হবে। মাস্টার্স ও ব্যাচেলর থিসিসের সুপারভিশনে কাজ করতে হবে

  • ওয়ার্কশপ, সেমিনার ও কনফারেন্সের আয়োজন করতে হবে

  • গবেষণা ও ল্যাবের কর্মকাণ্ড বাড়ানোর জন্য কাজ করতে হবে

  • আর্থিক বরাদ্দ বিষয়ে লেখালেখি ও উন্নয়নকাজে অংশ নিতে হবে

যোগ্যতা

  • কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। জার্নাল অথবা কনফারেন্সে প্রকাশনা থাকলে ভালো।

  • ইংরেজিতে ভালো বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি জার্মান ভাষায় দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • সি/সি++ এবং পাইথন প্রোগ্রামিং ভাষায় ভালো জ্ঞান থাকতে হবে। হার্ডওয়্যার বোর্ডের (MCUs) প্রোগ্রামিংয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • নেটওয়ার্কিং প্রোটোকলে ভালো জ্ঞান থাকতে হবে।

  • নিজস্ব পদ্ধতিতে কাজ করা এবং নিজের মতো সময় ব্যবস্থ্যপনার যোগ্যতা থাকতে হবে।

জেনে রাখুন

  • আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের সময় নিজের কাজ, দক্ষতা ও আগ্রহের বিষয়ে বিস্তারিতসহ একটি কভার লেটার/ সিভি পিডিএফ আকারে জমা দিতে হবে

  • প্রোগ্রামের বিস্তারিত জানতে ভিজিট করুন: jobs.unisg.ch

  • অনলাইনে আবেদন করতে ভিজিট করুন: career.hrsuite.unisg.ch

  • আবেদনের শেষ তারিখ: ১ এপ্রিল ২০২৪