অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৬৮)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
৬১. ফরাসিরা বাংলায় কত সালে প্রবেশ করে?
ক. ১৬৬০ সালে খ. ১৬৬২ সালে
গ. ১৬৬৪ সালে ঘ. ১৬৮০ সালে
৬২. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে হয়েছিল?
ক. ১৮৫০ সালে খ. ১৮৫৮ সালে
গ. ১৮৬৯ সালে ঘ. ১৮৭৫ সালে
৬৩. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৫৭ সালে খ. ১৮৫৯ সালে
গ. ১৮৬২ সালে ঘ. ১৮৭২ সালে
৬৪. ব্রিটিশবিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল কত সালে?
ক. ১৯০০ সালে খ. ১৯০৫ সালে
গ. ১৯১৪ সালে ঘ. ১৯৩২ সালে
৬৫. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৬ সালে খ. ১৯১৮ সালে
গ. ১৯১৯ সালে ঘ. ১৯২১ সালে
৬৬. দ্বি–জাতি তত্ত্বের পরিকল্পনা কত সালে হয়?
ক. ১৯৩৫ সালে খ. ১৯৩৮ সালে
গ. ১৯৪০ সালে ঘ. ১৯৪২ সালে
৬৭. দ্বি–জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির প্রস্তাব কাদের?
ক. মুসলিম লীগ
খ. ভারতীয় জাতীয় কংগ্রেস
গ. সুনাগরিক সমাজ
ঘ. বিপ্লবী সংগঠন
৬৮. শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন হয় কত সালে?
ক. ১৮২১ সালে খ. ১৯৩৮ সালে
গ. ১৯৪০ সালে ঘ. ১৯৪২ সালে
সঠিক উত্তর
অধ্যায় ১: ৬১.গ ৬২.খ ৬৩.ক ৬৪.খ ৬৫.ক ৬৬.গ ৬৭.ক ৬৮.ক
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা