ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৩১. ক্যালডীয় বা ব্যাবিলন নগরটি কত মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা ছিল?

ক. ৫৬ খ. ৫৯

গ. ৬০ ঘ. ৬৫

৩২. কোনটি মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন বলে তুমি মনে করো?

ক. মূর্তি

খ. দালানকোঠা

গ. দুর্গপ্রাচীর

ঘ. ব্যাবিলনের শূন্য উদ্যান

৩৩. ব্যাবিলনের শূন্য উদ্যান কোন সভ্যতার নিদর্শন?

ক. পারসীয় খ. মেসোপটেমীয়

গ. চীনা ঘ. মিসরীয়

৩৪. খ্রিষ্টপূর্ব কত অব্দে চীনা সভ্যতা গড়ে উঠেছিল?

ক. ১৪০০ খ. ১৬০০

গ. ১৮০০ ঘ. ২০০০

৩৫. চীনা সভ্যতার সবচেয়ে বিস্ময়কর নিদর্শন কোনটি?

ক. ব্রোঞ্জের শিল্পকর্ম

খ. পাথরের মূর্তি

গ. চীনের মহা প্রাচীর

ঘ. পিরামিড

৩৬. ইরানের প্রাচীন নাম কী?

ক. মগধ খ. পুন্ড্র

গ. পারস্য ঘ. হরিকেল

৩৭. সম্রাট প্রথম দারিয়ুস কোন সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন?

ক. মিসরীয় খ. রোমানীয়

গ. পারসীয় ঘ. চীনা

৩৮. কে পারসীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন?

ক. সম্রাট অশোক

খ. রাজা আকিমেনিস

গ. সম্রাট আকবর

ঘ. সম্রাট প্রথম দারিয়ুস

৩৯. কোথায় একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি?

ক. রোমে খ. গ্রিসে

গ. চীনে ঘ. ইরানে

৪০. গ্রিক সভ্যতার এথেন্সে কোন ধরনের সরকার কাঠামো গড়ে উঠেছিল?

ক. সামরিকতন্ত্র খ. গণতন্ত্র

গ. একনায়কতন্ত্র ঘ. সমাজতন্ত্র

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.ক ৩২.ঘ ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.গ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.খ ৪০.খ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়