প্রাইমারি বৃত্তি পরীক্ষা ২০২২ | গণিত (২)

সমাধান করো

১. প্রশ্ন: ৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা হলে—

ক. ১ হালি কলার দাম কত?

খ. ৪ হালি কলার দাম কত?

গ. ১ ডজন কলার দাম কত?

ঘ. ১টি কলার দাম কত?

সমাধান:

ক.

৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা

∴ ১ হালি কলার দাম (১২১৬৩৮) টাকা = ৩২ টাকা।

খ.

১ হালি কলার দাম ৩২ টাকা

∴ ৪ হালি কলার দাম (৩২৪) টাকা = ১২৮ টাকা।

গ.

আমরা জানি,

১ ডজন = ১২টি

১ হালি = ৪টি

এখন,

৪টি কলার দাম ৩২ টাকা (‘ক’ থেকে প্রাপ্ত)

∴ ১ ” ” (৩২ ৪) টাকা = ৮ টাকা।

∴ ১২ ” ” (৮ × ১২) টাকা = ৯৬ টাকা।

ঘ.

১২টি কলার দাম ৯৬ টাকা

∴ ১ ” ” (৯৬ ১২) টাকা = ৮ টাকা।

∎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ

২. প্রশ্ন: কোনো পরিবারে প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগলে ৪ দিনে কত গ্রাম চাল লাগবে?

উত্তর: ২৬০০ গ্রাম

৩. প্রশ্ন: একটি বাক্সে ২৫০টি প্যাকেট থাকলে ২টি বাক্সে কতটি প্যাকেট থাকবে?

উত্তর: ৫০০টি

৪. প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?

উত্তর: প্রথমে।

৫. প্রশ্ন: একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে ৫টি চেয়ারের মূল্য কত?

উত্তর: ৩১২৫ টাকা

৬. প্রশ্ন: একটি বিদ্যালয়ে ৩৪৯ জন ছাত্র ছিল। জানুয়ারি মাসে ৮০ জন নতুন ছাত্র ভর্তি হলো। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত?

উত্তর: ৪২৯ জন

৭. প্রশ্ন: একটি পানির ট্যাংকে মিনিটে ২ লিটার পানি জমা হলে ১০ মিনিটে কত লিটার পানি জমা হবে?

উত্তর: ২০ লিটার।

৮. প্রশ্ন: ২টি চেয়ারের দাম ১,৫০০ টাকা হলে ১টি চেয়ারের দাম কত?

উত্তর: ৭৫০ টাকা।

৯. প্রশ্ন: পিতার বয়স ৬০ বছর এবং কন্যার বয়স ১৬ বছর। পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত বছর?

উত্তর: ৪৪ বছর।

১০. প্রশ্ন: কন্যার বয়স ১৬ বছর, পিতার বয়স ৬৪ বছর। পিতার বয়স কন্যার বয়সের কত গুণ?

উত্তর: ৪ গুণ।

১১. প্রশ্ন: ৪টি কলমের দাম ৮০ টাকা হলে ১টি কলমের দাম কত?

উত্তর: ২০ টাকা।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা