দশম শ্রেণি - বাংলা ২য় পত্র | ধ্বনিতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

ধ্বনিতত্ত্ব

১. ভাষার মূল উপাদান কী?

ক. অক্ষর খ. ধ্বনি

গ. বর্ণ ঘ. শব্দ

২. ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?

ক. সাউন্ড বক্সের দ্বারা

খ. ঠোঁটের সাহায্যে

গ. বাগ্‌যন্ত্রের দ্বারা

ঘ. মুখবিবরের সাহায্যে

৩. ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?

ক. কণ্ঠ খ. শ্বাসনালি

গ. স্বরতন্ত্রী ঘ. ফুসফুস

৪. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?

ক. কণ্ঠধ্বনি খ. স্বরধ্বনি

গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ইংরেজি ধ্বনি

৫. ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?

ক. অক্ষর খ. বর্ণ

গ. বর্ণমালা ঘ. চিহ্ন

৬. যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?

ক. বর্ণ খ. বর্ণমালা

গ. ব্যঞ্জনবর্ণ ঘ. স্বরবর্ণ

৭. Symbol শব্দের অর্থ কী?

ক. প্রতীক খ. শব্দ

গ. বাক্য ঘ. বর্ণ

৮. বাংলা বর্ণমালার উৎস কী?

ক. সংস্কৃতলিপি খ. ব্রাহ্মীলিপি

গ. তিব্বতিলিপি ঘ. দেবনাগরীলিপি

৯. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

ক. ৭টি খ. ৮টি

গ. ১০টি ঘ. ১১টি

১০. বাংলা ভাষায় স্বরবর্ণ কতটি?

ক. ৫টি খ. ৬টি

গ. ১১টি ঘ. ১৫টি

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ১.খ ২.গ ৩.ঘ ৪.গ ৫.খ ৬.খ ৭.ক ৮.খ ৯.গ ১০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন