অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৬১. পৃথিবীর তথ্যভান্ডার কেমন?

ক. সংরক্ষিত খ. ছোট

গ. বিশাল ঘ. সীমিত

৬২. তথ্য কাদের জন্য উন্মুক্ত?

ক. বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য

খ. সবার জন্য

গ. নিজেদের জন্য

ঘ. সরকারের জন্য

৬৩. একজন সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ দুজনের মধ্যে পৃথিবীর তথ্য ভান্ডারের অধিকার কেমন?

ক. বেশি খ. সমান

গ. নিয়ম অনুযায়ী ঘ. অবশ্যই বেশি

৬৪. পৃথিবীজুড়ে জালের মতো কোনটি বিস্তৃত আছে?

ক. কম্পিউটার খ. ইন্টারনেট

গ. তথ্য ঘ. প্রযুক্তি

৬৫. তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?

ক. নেটওয়ার্ক খ. ডেটা

গ. উপাত্ত ঘ. ইন্টারনেট

৬৬. কম্পিউটার যুক্ত করার পদ্ধতিকে কী বলে?

ক. নেটওয়ার্কিং খ. এফটিপি

গ. প্রটোকল ঘ. রাউটার

৬৭. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কী?

ক. রিসোর্স নেওয়া

খ. রিসোর্স দেওয়া

গ. রিসোর্স ভাগাভাগি করে ব্যবহার করা

ঘ. রিসোর্স বিক্রি করা

৬৮. নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার কী?

ক. তথ্য উপস্থাপন করা

খ. তথ্য বিনিময় করা

গ. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা

ঘ. তথ্য বিকাশ করা

৬৯. কোনো মিডিয়া ব্যবহার না করেও কম্পিউটারকে নেটওয়ার্কে জুড়ে দেওয়া যায়। এর উদাহরণ কোনটি?

ক. Wi-Fi খ. প্রটোকল

গ. ল্যান ঘ. ক্লায়েন্ট

৭০. তথ্য যে যত দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে, সে তত কী হবে?

ক. দুর্বল খ. সচেতন

গ. শক্তিশালী ঘ. বিপদমুক্ত

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.গ ৬২.খ ৬৩.খ ৬৪.খ ৬৫.ক ৬৬.ক ৬৭.গ ৬৮.গ ৬৯.ক ৭০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা