অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১০১. এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে কী বলে?

ক. রাউটিং খ. কম্পিউটিং

গ. ইন্টারকম ঘ. কল কনফারেন্সিং

১০২. মডেম কোথায় যুক্ত থাকে?

ক. প্রেরক কম্পিউটারে

খ. প্রাপক কম্পিউটারে

গ. প্রেরক ও প্রাপক উভয় কম্পিউটারে

ঘ. কি-বোর্ডে

১০৩. মডেম অ্যানালগ সিগন্যালকে কোন সিগন্যালে পরিণত করে?

ক. শব্দের সিগন্যালগুলো

খ. আলোর সিগন্যাল

গ. অ্যানালগ

ঘ. ডিজিটাল

১০৪. বর্তমান তথ্যপ্রযুক্তিতে কোনটির আবির্ভাব নতুন মাত্রা যোগ করেছে?

ক. নেটওয়ার্ক খ. মডেম

গ. রাউটার ঘ. টপোলজি

১০৫. একই সঙ্গে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করতে পারে কোনটি?

ক. টেলিফোন খ. কম্পিউার

গ. মডেম ঘ. ইন্টারনেট

১০৬. মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে?

ক. অ্যানালগ

খ. ডিজিটাল

গ. অ্যানালগ ও ডিজিটাল

ঘ. নেগেটিভ

১০৭. কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগস্থলে অবস্থান করে—

ক. সুইচ খ. মডেম

গ. রাউটার ঘ. হাব

১০৮. প্রথম দিকের মডেম কেমন ছিল?

ক. ডায়াল আপ খ. ডায়াল ডাউন

গ. ডিএসএল ঘ. ওয়াইফাই

১০৯. কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলতে চাইলে অবশ্যই কোনটি প্রয়োজন হবে?

ক. রেডিও খ. ল্যান কার্ড

গ. মুঠোফোন ঘ. টেলিভিশন

১১০. জিওস্টেশনারি স্যাটেলাইট কত কিলোমিটার উচ্চতায় রাখতে হয়?

ক. ২০ হাজার খ. ২২ হাজার

গ. ৩০ হাজার ঘ. প্রায় ৩৬ হাজার

সঠিক উত্তর

অধ্যায় ২: ১০১.ক ১০২.গ ১০৩.ঘ ১০৪.খ ১০৫.গ ১০৬.খ ১০৭.খ ১০৮.ক ১০৯.খ ১১০.ঘ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা