ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | তোলপাড় : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

তোলপাড়

১. ‘তোলপাড়’ গল্পে ফরসা চেহারা কার?

ক. প্রৌঢ় মহিলা

খ. সদ্য বিধবার

গ. সাবুর

ঘ. খাকি উর্দি পরা লোকটির

২. সাবুর বড় লজ্জা লাগে কেন?

ক. গায়ে কিছু না থাকায়

খ. মহিলা পাঁচ টাকা দিতে চাওয়ায়

গ. পর্যাপ্ত পানি দিতে না পারায়

ঘ. গরিব হওয়ায়

৩. জায়িফ শব্দের অর্থ কী?

ক. ভীরু খ. সাহসী

গ. সবল ঘ. দুর্বল

৪. ‘তোলপাড়ে’ কী ব্যক্ত হয়েছে?

ক. পাকিস্তানি সেনাদের নির্যাতনের কথা

খ. সাধারণ মানুষের দুর্দশার চিত্র

গ. এক কিশোরের প্রতিশোধের সংকল্প

ঘ. সাবুর ঢাকায় যাওয়ার ইচ্ছা

৫. ‘তোলপাড়’ গল্পে সাবু ক্ষুব্ধ হয় কেন?

ক. হানাদার বাহিনীর নিষ্ঠুরতা অনুভব করে

খ. বুড়োর ছেলেদের হত্যা করে বলে

গ. মিসেস রহমান ঢাকা যাওয়ায়

ঘ. মায়ের ব্যবহারে

৬. শওকত ওসমান মৃত্যুবরণ করেন কত সালে?

ক. ১৯৮৮ খ. ১৯৮৯

গ. ১৯৯৫ ঘ. ১৯৯৮

৭. ‘তোলপাড়’ গল্পের সাবু হন্তদন্ত হয়ে তার মাকে ডাকছিল কেন?

ক. ঢাকার গণহত্যার খবর দেওয়ার জন্য

খ. লোকজন ঢাকায় থাকছে এ খবর দেওয়ার জন্য

গ. ঢাকার উৎসবের খবর দেওয়ার জন্য

ঘ. মুক্তিযুদ্ধের খবর দেওয়ার জন্য

৮. সাবুর মায়ের নাম কী?

ক. রহিমন বিবি খ. জৈতুন বিবি

গ. করিমন বিবি ঘ. হালিমা বিবি

৯. সাবুর হাতের মুঠি বারবার শক্ত হচ্ছে, কারণ কী?

ক. সাবুর শরীর দুর্বল হয়ে পড়েছে

খ. সাবু বেসামাল হয়ে পড়েছে

গ. সাবুর মাঝে ভয় কাজ করছে

ঘ. সাবুর মাঝে প্রতিশোধের আগুন জ্বলছে

১০. সাবুর মতে, পাঞ্জাবি মিলিটারিরা কত লোক মেরেছে?

ক. লাখ লাখ খ. হাজার হাজার

গ. শত শত ঘ. কোটি কোটি

সঠিক উত্তর

তোলপাড়: ১.ক ২.ক ৩.ঘ ৪.গ ৫.ক ৬.ঘ ৭.ক ৮.খ ৯.ঘ ১০.খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা