মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

EN
English
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • রাজনীতি
  • করোনাভাইরাস
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
পড়াশোনা

দশম শ্রেণি - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

দশম শ্রেণির পড়াশোনা

লেখা:
মো. আলতাফ হোসেন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪: ০১

অধ্যায় ১

৫১. ব্যবসায় সব সময় কী বিদ্যমান থাকে?

ক. ঝুঁকি খ. বিমা

গ. মুনাফা ঘ. ক্ষতি

৫২. ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি?

ক. ব্যয় বাড়ানো

খ. উৎপাদন বাড়ানো

গ. নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা

ঘ. বেশি ঝুঁকি নেওয়া

৫৩. ‘ব্যাংকিং’ কোন ধরনের শিল্প?

ক. সেবা খ. আর্থিক

গ. নির্মাণ ঘ. সহায়তা

৫৪. বাজার ও শহর সৃষ্টি হয় কোন যুগে?

ক. প্রাচীন খ. মধ্য

গ. আধুনিক ঘ. প্রস্তর

৫৫. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয় কবে?

ক. প্রাচীন যুগে

খ. মধ্যযুগে

গ. আধুনিক যুগে

ঘ. প্রস্তর যুগে

৫৬. কোনটি আধুনিক যুগের নিদর্শন?

ক. কাগুজে মুদ্রা

খ. দ্রব্য বিনিময়

গ. শিল্পবিপ্লব

ঘ. সংগঠন

৫৭. ব্যাংক ব্যবস্থার প্রচলন হয় কোন যুগে?

ক. আধুনিক খ. মধ্য

গ. প্রস্তর ঘ. প্রাচীন

৫৮. বিমা ব্যবস্থার প্রচলন হয় কোন যুগে?

ক. আধুনিক খ. মধ্য

গ. প্রস্তর ঘ. প্রাচীন

৫৯. ATM–এর পূর্ণ রূপ কী?

ক. Auto taka Maker

খ. Automated Teller Machine

ক. Automated taka Maker

খ. Automated Tell Machine

৬০. আধুনিক ব্যবসাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.ক ৫২.গ ৫৩.ক ৫৪.খ ৫৫.খ ৫৬.গ ৫৭.ক ৫৮.ক ৫৯.খ ৬০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

পড়াশোনা থেকে আরও পড়ুন
  • দশম শ্রেণি
  • দশম শ্রেণি ব্যবসায় উদ্যোগ
  • শিক্ষা
  • পড়াশোনা
  • উচ্চ মাধ্যমিক শিক্ষা
মন্তব্য করুন