অধ্যায় ২

৩১. বাংলাদেশের মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়?

ক. ১৯৩০ খ. ১৯৪০

গ. ১৯৫০ ঘ. ১৯৭০

৩২. কখন ইলিশ মাছ ধরা নিষেধ?

ক. ১৫-২৪ অক্টোবর

খ. ১৫-২৪ সেপ্টেম্বর

গ. ১-১০ অক্টোবর

ঘ. ১-১০ সেপ্টেম্বর

৩৩. কৃষিতাত্ত্বিক বীজ—

i. তিল

ii. রসুন

iii. কচু

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. বাড়ন্ত হাঁসের রেশনের মেয়াদকাল নিচের কোনটি?

ক. ০-৪ সপ্তাহ

খ. ৫-১৯ সপ্তাহ

গ. ১৯-২৫ সপ্তাহ

ঘ. ২০ সপ্তাহ থেকে বাকি সময়

৩৫. স্থায়ী পুকুরে কত দিন পানি থাকে?

ক. ১ মাস খ ৩ মাস

গ. ৯ মাস ঘ. ১২ মাস

৩৬. সাইলেজ কোন ধরনের খাদ্য?

ক. ভিটামিন খ. দানাদার

গ. আঁশযুক্ত ঘ. তরল খাদ্য

৩৭. সাইলেজ ব্যবহারের সুবিধা কয়টি?

ক. ৫টি খ. ৪টি

গ. ৩টি ঘ. ৮টি

৩৮. উদ্ভিদতত্ত্ব অনুসারে বীজ হলো—

i. উদ্ভিদের নিষিক্ত ডিম্বক

ii. উদ্ভিদের পরিপক্ব ডিম্বক

iii. উদ্ভিদের যেকোনো অংশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. মাছের প্রধান প্রাকৃতিক খাবার কোনটি?

ক. জৈব সার খ. পানি

গ. শৈবাল ঘ. ফাইটোপ্লাংকটন

৪০. লালন পুকুরের গভীরতা কত মিটার?

ক. ০—১ খ. ০-১.৫

গ. ১.৫—২ ঘ. ২—০

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩১.গ ৩২.ক ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ক ৩৬.ক ৩৭.গ ৩৮.গ ৩৯.ঘ ৪০.গ

এস এম হাবিব, শিক্ষক, মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)