দশম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

১০১. কোনটির মাধ্যমে নাগরিকেরা নিজেদের সুবিধাজনক সময়ে সেবা গ্রহণ করতে পারে?

ক. মোবাইল টিকিটিং

খ. ই-গভর্ন্যান্স

গ. ইন্টারনেট

ঘ. ই-কমার্স

১০২. সরকারি দপ্তরের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে কোন পদ্ধতি চালুর ফলে?

ক. ই-গভর্ন্যান্স খ. সুশাসন

গ. ই-পুর্জি ঘ. আইন প্রণয়ন

১০৩. ই-সার্ভিসের মাধ্যমে যে কেউ কোন মাধ্যম ব্যবহারে সেবা গ্রহণ করতে পারে?

i. ইন্টারনেট

ii. মুঠোফোন

iii. অনলাইন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৪. ই–এমটিএসের পূর্ণরূপ কোনটি?

ক. ইলেকট্রিক্যাল মানি ট্রান্সফার সিস্টেম

খ. ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম

গ. ইলেকট্রনিক মানি ট্রানজিট সিস্টেম

ঘ. ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম

১০৫. এ পদ্ধতিতে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়?

ক. ৫ হাজার

খ. ১০ হাজার

গ. ৪০ হাজার

ঘ. ৫০ হাজার

১০৬. পদ্ধতিটি ব্যবহারে যে সুবিধা পাওয়া যায়—

i. ধীরগতি

ii. নিরাপত্তা

iii. কম খরচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৭. এ পদ্ধতিতে টাকা পাঠাতে কত সময় লাগে?

ক. ১ সেকেন্ড খ. ১ মিনিট

গ. ৫ মিনিট ঘ. ১ ঘণ্টা

১০৮. আইবিএম কোম্পানি তৈরি করে—

i. ডিফারেন্স ইঞ্জিন

ii. মেইনফ্রেম কম্পিউটার

iii. মাইক্রোপ্রসেসর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০৯. আজহারের শিক্ষাপদ্ধতি ছিল—

ক. ইনফরমেশন লার্নিং

খ. ইলেকট্রনিক লার্নিং

গ. প্রোগ্রাম লার্নিং

ঘ. ভিডিও লার্নিং

১১০. এ ব্যবস্থায় আজহারের প্রয়োজন হবে—

i. ভালো ইন্টারনেট স্পিড

ii. বই

iii. ই-লার্নিংয়ের শিখনসামগ্রী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১০১.খ ১০২.ক ১০৩.ঘ ১০৪.ঘ ১০৫.ঘ ১০৬.গ ১০৭.খ ১০৮.গ ১০৯.খ ১১০.খ

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৯১-১১০)