অধ্যায় ৬
১১. প্রশ্ন: বন্যার অতিরিক্ত পানির ____ ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে।
উত্তর: বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে।
১২. প্রশ্ন: নদীর পাড় ভাঙনের জন্য দায়ী নদী থেকে ____ উত্তোলন।
উত্তর: নদীর পাড় ভাঙনের জন্য দায়ী নদী থেকে বালু উত্তোলন।
১৩. প্রশ্ন: বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি করা হলে ____ পাড় রক্ষা হয়।
উত্তর: বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি করা হলে নদীর পাড় রক্ষা হয়।
১৪. প্রশ্ন: কোনো কোনো অঞ্চল খরার কারণে ____ হচ্ছে।
উত্তর: কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
১৫. প্রশ্ন: অল্পসংখ্যক নদী থাকার কারণে ____ প্রবণতা বেশি।
উত্তর: অল্পসংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি।
১৬. প্রশ্ন: কলকারখানার মাধ্যমে বায়ু ____ ফলে তাপমাত্রা বেড়ে যায়।
উত্তর: কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায়।
১৭. প্রশ্ন: ____ ফলে পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়।
উত্তর: খরার ফলে পুকুর, নদী, খাল ও বিল শুকিয়ে যায়।
১৮. প্রশ্ন: বর্ষা মৌসুমের প্রধান ফসল ____ ধান।
উত্তর: বর্ষা মৌসুমের প্রধান ফসল আমন ধান।
১৯. প্রশ্ন: ভৌগোলিক অবস্থানের কারণে ____ ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে।
উত্তর: ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে।
২০. প্রশ্ন: ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে ____ অবলম্বন করা দরকার।
উত্তর: ভূমিকম্প মোকাবিলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার।
২১. প্রশ্ন: প্রাথমিক ____ ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে।
উত্তর: প্রাথমিক চিকিত্সা ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে।
২২. প্রশ্ন: ২০১৫ সালের ২৫ এপ্রিল ____ ভূমিকম্প হয়।
উত্তর: ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ভূমিকম্প হয়।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা