অধ্যায় ১
১৪১. টুইটার ব্যবহারকারী ব্যক্তিকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশের সুযোগ প্রদান করা হয়?
ক. ৪০ অক্ষর খ. ১৪০ অক্ষর
গ. ২৪০ অক্ষর ঘ. ২৮০ অক্ষর
১৪২. টুইটারের বার্তাকে কী বলা হয়?
ক. টুইঙ্কেল খ. টুইটিং
গ. টুইট ঘ. টুইটাং
১৪৩. টুইটারে কোনো সদস্যকে যাঁরা অনুসরণ করেন, তাঁদের কী বলা হয়?
ক. Follower
খ. Follow
গ. Following
ঘ. Customer
১৪৪. বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে?
ক. টেলিভিশন খ. তথ্যপ্রযুক্তি
গ. বিনোদন পত্রিকা ঘ. স্মার্টফোন
১৪৫. বিনোদনের কোন ক্ষেত্রটি ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে রুচিমাফিক আনন্দ দিতে পারে?
ক. রেডিও
খ. টেলিফোন
গ. কম্পিউটার গেমস
ঘ. সিনেমা
১৪৬. ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. সাতটি
১৪৭. ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রথম ধাপ কোনটি?
ক. সিভিল সার্ভিস
খ. মানবসম্পদ উন্নয়ন
গ. জনগণের সম্পৃক্ততা
ঘ. গ্রামীণ মানুষকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসা
১৪৮. প্রযুক্তির কোন উপাদানটি আজ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে?
ক. স্মার্টফোন
খ. মুঠোফোন
গ. কম্পিউটার
ঘ. ল্যাপটপ
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৪১.খ ১৪২.গ ১৪৩.ক ১৪৪.খ ১৪৫.গ ১৪৬.খ ১৪৭.খ ১৪৮.খ
প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনার সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা