সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৭১. মানবজ্ঞানের বিকাশের স্তরগুলো হলো—

i. দৃষ্টবাদ

ii. ধর্মতত্ত্ব

iii. দার্শনিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. ম্যাকিয়াভেলি যে সমাজদর্শন প্রচার করেছেন, তার প্রধান ভিত্তি—

i. মানবপ্রকৃতি

ii. আদর্শ সমাজ

iii. মানব মনোভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৩. সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কোনটি?

ক. মানব–আচরণ বিশ্লেষণ

খ. সামাজিক ক্রিয়া

গ. মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ

ঘ. সামাজিক স্তরবিন্যাস

৭৪. সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে যেসব সাদৃশ্যমূলক সম্পর্ক বিদ্যমান তা হলো—

i. সমাজ সম্পর্কে গবেষণার ক্ষেত্রে

ii. গবেষণা পদ্ধতির ক্ষেত্রে

iii. গবেষণার বিষয়বস্তুর ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৫. কোনটি নৃবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়?

ক. মানুষ খ. সংস্কৃতি

গ. পরিবার ঘ. সমাজ

নিচের উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি হয়েছে। তার পঠিত পাঠ্যবিষয়টি ১৮৩৯ সালে একজন ফরাসি বিজ্ঞানী নামকরণ করেন। আগে এর নাম ছিল Social Physics।

৭৬. উদ্দীপকে কোন বিজ্ঞানের কথা বলেছে?

ক. সামাজিক বিজ্ঞান খ. সমাজবিজ্ঞান

গ. সাধারণ বিজ্ঞান ঘ. সমাজকল্যাণ

৭৭. উক্ত বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে—

i. এটি সমাজের বাস্তবতা তুলে ধরে

ii. এটি সমাজের পূর্ণাঙ্গ আলোচনা

iii. এটি সমাজের কল্যাণমূলক দিক নির্দেশ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাংলাদেশের সমাজব্যবস্থায় জনসংখ্যা বৃদ্ধির কারণ নিয়ে লিমা তার গবেষণায় কাজ করছে। সেখানে সে লক্ষ করে যে এ দেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য অশিক্ষা এবং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মূলত বেশি প্রভাব ফেলে।

৭৮. লিমার গবেষণার বিষয়টি সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?

ক. ঐতিহাসিক সমাজবিজ্ঞান

খ. সামাজিক জনবিজ্ঞান

গ. সাংস্কৃতিক সমাজবিজ্ঞান

ঘ. পরিবারের সমাজবিজ্ঞান

৭৯. উক্ত সমস্যা সমাধানে পরামর্শ হলো—

i. সামাজিক সচেতনতা

ii. আইন প্রণয়ন

iii. বাল্যবিবাহ রোধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিহাব ও রিয়াদ এমন দুটি বিষয়ে পড়াশোনা করে যার একটি সমগ্র সমাজের সার্বিক দিক আলোচনা করে অন্যটি মানুষের আচরণ, ব্যক্তিত্ব, প্রেষণা ইত্যাদি আলোচনা করে।

৮০. উদ্দীপকের বিষয় দুটি কী কী?

ক. সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান

খ. সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান

গ. মনোবিজ্ঞান ও ইতিহাস

ঘ. সমাজবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান

সঠিক উত্তর

অধ্যায় ১: ৭১.ক ৭২.খ ৭৩.গ ৭৪.গ ৭৫.ক ৭৬.খ ৭৭.ক ৭৮.খ ৭৯.খ ৮০.খ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা