বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ১ | ইসলাম ও নৈতিক শিক্ষা - নবম শ্রেণি

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

২১. নবি-রাসুলদের শিক্ষা প্রচারের ভিত্তি ছিল কোনটি?

ক. কিয়ামত খ. আখিরাত

গ. রিসালাত ঘ. তাওহিদ

২২. তাওহিদে বিশ্বাস মানুষকে কিসের সুযোগ করে দেয়?

ক. কৃতজ্ঞতা প্রকাশের খ. ঐক্য প্রতিষ্ঠার

গ. আনুগত্য প্রকাশের ঘ. ভ্রাতৃত্ববোধের

২৩. মানুষ সর্বোত্তম সৃষ্টি কেন?

ক. বিবেকের জন্য

খ. বাহ্যিক সৌন্দর্যের জন্য

গ. অর্থের জন্য

ঘ. সব সৃষ্টির মধ্যে ক্ষমতাবান হওয়ার জন্য

২৪. কোন সুরার মাধ্যমে সংক্ষেপে আল্লাহর পরিচয় জানা যায়?

ক. সুরা ইখলাস খ. সুরা আল কাওসার

গ. সুরা হাদিদ ঘ. সুরা আল বাকারা

২৫. ‘কুফর’ শব্দের আভিধানিক অর্থ কী?

ক. অবিশ্বাস করা খ. অংশীদার করা

গ. অবিচার করা ঘ. প্রতারণা করা

আরও পড়ুন

২৬. তুমি কাফিরদের অন্তর্ভুক্ত হতে চাও না। তোমার কী করা উচিত?

ক. সত্যকে গোপন না করা

খ. গিবত না করা

গ. কাউকে অবিশ্বাস না করা

ঘ. মিথ্যা না বলা

২৭. ইসলামের মৌলিক বিষয়গুলোর কোেনা একটিরও অস্বীকার করা কী?

ক. গুনাহ খ. হারাম

গ. কুফর ঘ. শিরক

২৮. কুফর মানুষের মনে কী জন্ম দেয়?

ক অকৃতজ্ঞতা ও অবাধ্যতা

খ. মিথ্যা

গ. লোভ

ঘ. প্রতারণা

২৯. আল্লাহ তায়ালার সঙ্গে কাউকে শামিল করাকে কী বলা হয়?

ক. কুফর খ. শিরক

গ. নিফাক ঘ. ফাসিক

৩০. শিরক সবচেয়ে বড় জুলুম বলেছেন কে?

ক. আল্লাহ তায়ালা

খ. মহানবি (সা.)

গ. হজরত আবু বকর (রা.)

ঘ. হজরত লুকমান (আ.)

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.ঘ ২২.ক ২৩.ক ২৪.ক ২৫.ক ২৬.ক ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.ক

নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা

আরও পড়ুন