ষষ্ঠ শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

১১. কোনো বস্তু আমরা কখন দেখতে পাই?

ক. বস্তুটি যদি আলো শোষণ করে

খ. বস্তুটি যদি আলো প্রতিফলিত করে

গ. বস্তুটি যদি আলো প্রতিসরিত করে

ঘ. চোখ থেকে যদি আলো বস্তুতে পড়ে

১২. অন্ধরা দেখতে পায় না, কারণ—

i. অন্ধদের চোখ স্বাভাবিক নয়

ii. অন্ধদের চোখ থেকে আলো বের হয় না

iii. বস্তু থেকে আসা আলো চোখ গ্রহণ করতে পারে না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে না আসে, তাকে কী বলে?

ক. শোষণ খ. প্রতিফলন

গ. প্রতিসরণ ঘ. বিসরণ

১৪. যে রশ্মি দর্পণের ওপর পড়ে ফিরে যায়, তাকে কী বলে?

ক. আপতিত রশ্মি

খ. প্রতিফলিত রশ্মি

গ. প্রতিসরিত রশ্মি

ঘ. বিক্ষিপ্ত রশ্মি

১৫. মসৃণ তলে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান কেমন?

ক. সমান খ. অসমান

গ. ছোট ঘ. বড়

১৬. কোন ধরনের প্রতিফলন আলোর প্রতিফলনের সূত্র মেনে চলে?

ক. নিয়মিত প্রতিফলন

খ. ব্যাপ্ত প্রতিফলন

গ. অনিয়মিত প্রতিফলন

ঘ. বিক্ষিপ্ত প্রতিফলন

১৭. আয়নায় আলোর কীরূপ প্রতিফলন ঘটে?

ক. বিক্ষিপ্ত খ. ব্যাপ্ত

গ. নিয়মিত ঘ. অনিয়মিত

১৮. কোনো পৃষ্ঠে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে যদি প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হয় তবে এরূপ প্রতিফলনকে কী বলে?

ক. বিক্ষিপ্ত প্রতিফলন

খ. বহুমুখী প্রতিফলন

গ. নিয়মিত প্রতিফলন

ঘ. অনিয়মিত প্রতিফলন

১৯. কোন ধরনের প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলা হয়?

ক. নিয়মিত খ. অনিয়মিত

গ. সমান্তরাল ঘ. লম্বিক

২০. অমসৃণ তলে আলোর কী ধরনের প্রতিফলন হয়?

ক. নিয়মিত খ. ব্যাপ্ত

গ. সমান্তরাল ঘ. সুষম

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১১.খ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.গ ১৯.খ ২০.খ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)