সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

৪১. নিম্নচাপ ও উচ্চচাপের ফলে নিচের কোনটি সৃষ্টি হয়?

ক. জলীয় বাষ্প খ. বায়ুপ্রবাহ

গ. জোয়ার–ভাটা ঘ. ভূমিকম্প

৪২. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলাফল কোনটি?

ক. জমি অনুর্বর হওয়া

খ. বন্যা হওয়া

গ. সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়া

ঘ. অনাবৃষ্টি হওয়া

৪৩. তাপ সঞ্চালন কয় প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৪৪. কঠিন পদার্থে তাপ সঞ্চালন প্রক্রিয়া কোনটি?

ক. পরিবহন খ. পরিচলন

গ. বিকিরণ ঘ. ব্যাপন

৪৫. অণুর কম্পন দ্বারা তাপ সঞ্চালিত হয় কোন পদার্থে?

ক. লোহাতে খ. পরিচলন

গ. বিকিরণ ঘ. ব্যাপন

৪৬. কোন পাত্রে রান্না সবচেয়ে দেরি হবে?

ক. মাটি খ. এলুমিনিয়াম

গ. পিতল ঘ. লোহা

৪৭. কণার স্থান পরিবর্তনের মাধ্যমে কোন বস্তুতে তাপ সঞ্চালন হয়?

ক. লোহা খ. তামা

গ. পানি ঘ. পিতল

৪৮. তাপের প্রধান উৎস কোনটি?

ক. গ্যাস খ. কয়লা

গ. পেট্রল ঘ. সূর্য

৪৯. মাধ্যমবিহীন তাপ সঞ্চালন প্রক্রিয়া কোনটি?

ক. পরিবহন খ. পরিচলন

গ. বিকিরণ ঘ. ব্যাপন

৫০. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?

ক. পরিবহন খ. পরিচলন

গ. বিকিরণ ঘ. কণা রূপে

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৪১.খ ৪২.গ ৪৩.খ ৪৪.ক ৪৫.ক ৪৬.ক ৪৭.গ ৪৮.ঘ ৪৯.গ ৫০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)